Sunday, August 17, 2025
HomeScrollIND vs ENG T20: আবার সেই এজবাস্টন, বদলা চাই রোহিতদের

IND vs ENG T20: আবার সেই এজবাস্টন, বদলা চাই রোহিতদের

Follow Us :

এক সপ্তাহ আগে এই এজবাস্টনে মাথা নীচু করে মাঠ ছাড়তে হয়েছিল টিম ইন্ডিয়াকে। ৭ উইকেটে হারতে হয়েছিল টেস্ট ম্যাচ। জেতা হয়নি সিরিজ। ২-১ ম্যাচে এগিয়ে থাকা পাঁচ ম্যাচের সিরিজ ড্র ( ২-২) হয়েছিল। ২০০৭ সালের পর আর জেতা হল না।

আজ আবার সেই এজবাস্টনে ভারত – ইংল্যান্ড ম্যাচ। এবার লড়াই চলছে টি টোয়েন্টির। প্রথমটিতে ভারত জিতে ১-০ তে এগিয়ে। আজ সেই এজবাস্টনে ম্যাচ জিতলে সিরিজ জয় ভারতের নিশ্চিত।

এই ম্যাচে দলের সঙ্গে যোগ দিয়েছেন বিরাট কোহলি, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, জসপ্রীত বুমরাহ আর রবীন্দ্র জাদেজারা। তাই প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে।

কিন্তু কোহলি খেলবেন কার বদলে? দীপক হুদা যা মার কাটারি ব্যাটিং করে সেঞ্চুরি করে দেখিয়েছেন, তাতে এই ম্যাচে তাঁকে বসতে হলে সেটা অন্যায় হবে। হতে পারে সেই ম্যাচের প্রতিপক্ষ আয়ারল্যান্ড ছিল। আর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ১৭ বলে ৩৩ রান করে ধারাবাহিকতা বজায় রেখেছেন। সাউথাম্পটনে সফল হুডা।

ভারতীয় শিবির বেশি খুশি, হার্দিক পান্ডিয়া ফর্মে ফিরে এসেছেন। আর তা অলরাউন্ডারের ভূমিকায়। ৩৩ বলে ৫১ রান করেছিলেন ৬টি চার আর একটি ছক্কায়। দল পৌঁছে গিয়েছিল ৮ উইকেটে ১৯৮ রানে। নেতা রোহিত আর সূর্যকুমার যাদব কিছু রান পেয়েছিলেন। কিন্তু শেষ ৫ ওভারে ৫ উইকেট খুইয়ে ৫৭ রান তোলাটা দলকে চিন্তায় রেখেছে। হয়তো ম্যাচ জেতা নিয়ে ভুগতে হয় নি, কিন্তু ম্যাচ বেশ কিছু ক্যাচ মিস হয়েছিল। হার্দিক ৩৩ রানে ৪ উইকেটে নিয়েছিলেন, নিজের কোটার ৪ ওভারে। সঙ্গে ভুবনেশ্বর কুমার, আর্শদীপ, যজুবেন্দ্র চাহাল ছিলেন। ইংল্যান্ডের মারকুটে ব্যাটিংকে কব্জা করে নিয়েছিল।

ইয়ন মর্গান সরে দাঁড়ানোর পর, আগের ম্যাচে ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটিং যুতসই হয়নি। হতে পারে নেতা জস বাটলার, জ্যাসন রয় কিংবা ডেভিড মালান, এমনকি লিয়াম লিভিংস্টোন ভারতীয় বোলারদের সুইং বলে পাল্টা কিছু করে দেখাতে পারেননি।

বরঞ্চ, ব্রিটিশ বোলাররা শেষ ৩ ওভার মাত্র ২০ রান দিয়ে পরপর উইকেটে তুলে নিয়েছিল। ডান হাতি পেসার ক্রিস জর্ডন ২৩ রানে ২ উইকেট নেন। অন্যদের ওভার পিছু ৮ রান করে দিতে দেখা গেছে। এই দুটি ম্যাচের মাঝে মাত্র এক দিনের ব্যবধান, তাই নিজেদের সামলে নেওয়ার কাজটি ইংল্যান্ডের বেশ কঠিন। বরঞ্চ মানসিক ভাবে ম্যাচ জিতে ভারত এগিয়ে আজকের ম্যাচের আগে।

ভারতীয় দলে আছেন : রোহিত ( অধিনায়ক), ঈশান কিষাণ, কোহলি, সূর্যকুমার, দীপক হুডা, শ্রেয়াস আইয়ার, দীনেশ কার্তিক ( উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক, জাদেজা, চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণই, বুমরাহ, ভুবনেশ্বর, আবেশ খান, হার্শাল প্যাটেল এবং উমরান মালিক।

ছবি: সৌ টুইটার।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Narendra Modi | BJP | বাংলাভাষায় ব্যাকফুটে বিজেপি, সামাল দিচ্ছেন মোদি! কী প্রতিক্রিয়া তৃণমূলের?
03:01:11
Video thumbnail
Kunal Ghosh | অভয়ার মূর্তি নিয়ে কুণাল ঘোষের মন্তব্যে তীব্র জল্পনা, কী জানালেন ডা. অনিকেত মাহাত?
03:07:45
Video thumbnail
Politics | ভোটের মুখেই বেঙ্গল ফাইলস, ধর্মের সুড়সুড়ি না কি ভাই?
05:52
Video thumbnail
Howrah | Janmashtami | জন্মাষ্টমীর রাতে ‘তাসের দেশ’, এই অনুষ্ঠান মন ভালো করবে আপনারও
02:36
Video thumbnail
Politics | বাদ পড়ল সংখ্যালঘু ভোটার, কোনখানে দাঁড়িয়ে বিহার?
04:44
Video thumbnail
Politics | বিজেপি বো/মা বলল বাজিকে! এইভাবে ভোটে ছিঁড়বে কি শিকে?
04:51
Video thumbnail
Politics | মহাত্মা গান্ধীর মাথায়, সাভারকরকে কারা বসায়!
05:07
Video thumbnail
Politics | বিজেপির নয়া সিলেবাসে দেশভাগের দায় কংগ্রেসের
05:44
Video thumbnail
Politics | তিন বছর পরে ফের ভোট গণনায় জয়ী এইবারে
05:36
Video thumbnail
Dugra Puja | সমাজসেবী সংঘের দুর্গাপুজোর ৮০ তম বর্ষ, পুজোর থিম 'পথের পাঁচালি ১৯৪৬'
03:23