ওয়েব ডেস্ক: আজ ১৫ অগাস্ট। দেশের ৭৯তম স্বাধীনতা দিবস (79th Independence Day)। জাতি ধর্ম নির্বিশেষে দেশের সকল স্তরের মানুষ এদিন স্বাধীনতা দিবস উদযাপনে শামিল হন। ঘরে ঘরে ওড়ে স্বাধীন দেশের তিরঙ্গা। প্রতিবছরের মতো এ বছরেও রেড রোডে পালিত হবে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান। শুক্রবার এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রেড রোডে ভারতের পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী। পুলিশ আধিকারিকদের সম্মান জানাতে তাঁদের হাতে পুরস্কার তুলে দেবেন মুখ্যমন্ত্রী। গোটা রেড রোড চত্বর কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।
রেড রোডের প্যারেডে অংশগ্রহণ করবে রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনী এবং কলকাতা পুলিশের বিভিন্ন বাহিনী। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর এবং কলকাতা পুলিশ যৌথভাবে সম্প্রীতি একতা মিছিলে পা মেলাবে। পর্যটন দফতরের উদ্যোগে থাকবে দুর্গাপুজোর ট্যাবলো। একইসঙ্গে রাজ্যের শিশু কল্যাণ দফতরের উদ্যোগে কন্যাশ্রী প্যারেড আয়োজিত হবে। পাশাপাশি, স্কুল শিক্ষা দফতরের উদ্যোগে রাজ্যের বিভিন্ন ভাষাভাষী মানুষকে সম্মান জানিয়ে পড়ুয়ারা প্যারেড করবে। বাংলা থেকে জাতীয় আইকনদের ছবি নিয়ে পড়ুয়ারা প্যারেড করবে।
আরও পড়ুন: অব্যাহত মেঘ রোদ্দুরের খেলা, শুক্রে বঙ্গজুড়ে কেমন থাকবে আবহাওয়া?
অন্যদিকে, রেড রোডে প্যারেড করবেন রাজ্য শ্রম দফতরের একাধিক কর্মী। প্যারেড রয়েছে সেল্ফ হেল্প গ্রুপের শিল্পীদেরও। রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে বিভিন্ন ক্ষেত্রে ক্রীড়া ব্যক্তিত্বদের প্যারেড রয়েছে। এছাড়া কলকাতা এবং জেলার একাধিক স্কুলের ছাত্র-ছাত্রীরা প্যারেড করবে। তবে শুধু প্যারেড নয়, জেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে । স্বাধীনতা দিবস উপলক্ষয়ে থাকছে বাউল শিল্পীদের গান। উপস্থিত থাকবেন সুন্দরবনের লোকশিল্পীরা। এদিন তাঁদেরও অনুষ্ঠান রয়েছে।
দেখুন অন্য খবর