ওয়েব ডেস্ক: ভারতীয় পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ২৫ শতাংশ শুল্ক আরপের জের (US Tariffs India)। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে f-35 না কেনার সিদ্ধান্ত ভারতের। সম্প্রতি ব্লমবার্গের একটি রিপোর্ট অনুযায়ী, কোনও নতুন প্রতিরক্ষা সরঞ্জাম যেমন এফ-35 যুদ্ধবিমান অন্তর্ভুক্ত থাকবে না বলে রিপোর্টে বলা হয়েছে। যদিও ভারত সরকার এখনই কঠিন পদক্ষেপ হিসাবে সমস্ত মার্কিন পণ্য আমদানি বন্ধ না করে বরং কিছু পণ্য আমদানি বাড়িয়ে আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নত করার ভাবনা চিন্তা করছে। এখনই ভারতের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিশোধ মূলক পদক্ষেপ না নিয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা চালিয়ে যেতে আগ্রহী ভারত সরকার।
এই মুহূর্তে ভারত যুক্তরাষ্ট্র থেকে প্রাকৃতিক গ্যাস যোগাযোগ সরঞ্জাম এবং শোনার মতো পণ্য আমদানি বাড়াতে ভাবনা চিন্তা করছে। যদিও প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে মোদি সরকার নতুন মার্কিন অস্ত্র কেনার কোন পরিকল্পনা করছে না এই মুহূর্তে। অন্যদিকে, ভারত রাশিয়ার কাছ থেকে অস্ত্রশস্ত্র এবং তেল কেনার বিষয়টি থেকে সরে আসবে না বলেও জানিয়েছে।
আরও পড়ুন: পয়লা আগস্ট থেকে লাগু ট্রাম্প-ট্যারিফ
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় প্রেসিডেন্ট ডোনার ট্রাম্প ভারতকে এফ-35 সটেলথ যুদ্ধবিমান বিক্রির বিষয় প্রস্তাব দিয়েছিলেন। সেই সময় ভারতের পক্ষ থেকে আগ্রহ দেখানো হলেও, পরবর্তী মার্কিন শুল্কনিতে আরবের বিষয়টি নিয়ে ভারত এফ-35 যুদ্ধবিমান কেনা থেকে সরে এসেছে।
অন্যদিকে, এমন খবর উঠে এসেছে যেখানে ভারত প্রায় ৫০ থেকে ৬০ টি রাশিয়ান সু-৫৭ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কেনার বিষয়টি প্রায় চূড়ান্ত করে ফেলেছে। এমনকী ভারত তার নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, AMCA অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট, তৈরি করে ফেলেছে যেটি ২০৩৫ সালের পর ভারতীয় বিমানবাহিনীর হাতে আসবে।
ভারতীয় বিমানবাহিনী চীন এবং পাকিস্তানের ক্রমবর্ধমান বিমান শক্তির মোকাবিলা করার জন্য তিনটি স্কোয়াড্রন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কেনার বা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে সেই শূন্যস্থান পূরণের জন্য আমেরিকার F-35 এবং রাশিয়ার সু-57 বিমান উপলব্ধ রয়েছে।।আমেরিকার রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইতিমধ্যেই। ভারত কর্তৃক রাশিয়া থেকে অস্ত্র ক্রয় মার্কিন নীতিগুলির বিরুদ্ধ হলেও ভালো তার অবস্থানে অনড় রয়েছে বলে কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে।
দেখুন আরও খবর: