স্পোর্টস ডেস্ক: দিনটা পুরোপুরি ভারতের হতে পারত। দিনটা ভারতেরই, শুধু একটা খচখচানি রয়ে গেল। আবার চোট পেলেন ঋষভ পন্থ (Risabh Pant)। ক্রিস ওকসের (Chris Woakes) ফুল লেন্থ বলে রিভার্স সুইপ করতে গিয়ে পায়ে বল লাগল। পায়ের পাতা ফুলে গেল। চোট এতটাই গুরুতর যে কারও কাঁধে ভর দিয়েও মাঠ ছাড়তে পারলেন না পন্থ, কার্টে চেপে বেরোতে হল।
প্রথম দিন ভারত চার উইকেট হারিয়ে ২৬৪ রানে শেষ করল। তবে চার উইকেট নয়, আসলে ওটা পাঁচ উইকেট। এই ইনিংসে পন্থ আর ব্যাটিং করতে পারবেন বলে মনে হয় না। ম্যাঞ্চেস্টারে খারাপ আলোর কারণে খেলা আগেভাগে শেষ হল, ইংল্যান্ড (England) নতুন বলে বল করতে পারল না। অন্তত এই ক্ষেত্রে ভারতের ভাগ্য ভালো ছিল। কাল সকালে কিন্তু জফ্রা আর্চার এবং বাকিরা নতুন ডিউকস বলে শুরু করবেন।
আরও খবর : বিশ্বকাপের টিকিট পাবেন না বাঙালি ক্রিকেটাররা? জানিয়ে দিল CAB
এদিনের খেলায় যাঁর কথা বলার তিনি সাই সুদর্শন (Sai Sudharsan)। প্রথম টেস্টের পরেই বসিয়ে দেওয়া হয়। এদিন তিন নম্বরে নেমে নির্ভরতা দিয়েছিলেন। কিন্তু বেন স্টোকসের শর্ট বলের ফাঁদে পড়ে ৬১ রানে আউট হলেন। স্টোকস আউট করলেন ভারত অধিনায়ক শুভমন গিলকেও (Subhman Gill)। তবে দিনের শেষে চর্চা একজনকে নিয়েই, ঋষভ পন্থ। কেন যে ওই শট খেলতে গেলেন?
লর্ডস টেস্টে আঙুলে চোট পেয়েছিলেন। মাঝখানে ১০ দিন মতো সময় ছিল বলে ওল্ড ট্রাফোর্ডে খেলতে পারলেন। কিন্তু অতিমাত্রায় অ্যাডভেঞ্চারাস হতে গিয়ে বিপদ ঘটালেন পন্থ। এই ইনিংস কেন, গোটা টেস্ট ম্যাচ থেকেই ছিটকে যেতে পারেন তিনি। হাড়ে চিড় ধরলে ওভালেও খেলা হবে না।
দেখুন অন্য খবর :