ওয়েবডেস্ক- আজ সংসদে (Parliament) শুরু বাদল অধিবেশন (Monsoon Session) । শুরুর আগে ভাষণ থেকেই নাম না করে পাকিস্তানকে (Pakistan) কড়া ভাষায় আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । একের পর এক নিশানায় প্রধানমন্ত্রীর ফের হুঙ্কার সন্ত্রাসবাদে জিরো টলারেন্স (Zero tolerance For Terrorism) নীতি নিয়েছে ভারত।
প্রধানমন্ত্রী বলেন, ভারতের তৈরি অস্ত্রে গোটা বিশ্বে ভরসা বেড়েছে। গোটা বিশ্বে ভারতের মেড ইন ইন্ডিয়া (Make In India) আকর্ষণ বেড়েছে। ভারতের সেনা (Indian Army) শক্তি মেড ইন ইন্ডিয়ার রূপ। সেইসঙ্গে মাওবাদ থেকে নকশালবাদ নিয়ে সোচ্চার হন মোদি। কংগ্রেস শাসনকালের দিকে আঙুল তুলে প্রধানমন্ত্রী বলেন, দেশ যবে থেকে স্বাধীনতা লাভ করেছেন, তবে থেকে একের পর এক হিংসা থেকে হামলা শিকার হয়েছে। কখনও আগে শুরু হয়েছে আর কখনও পরে শুরু হয়েছে। আজ নকশাল থেকে মাওবাদ একদম গোড়া থেকে নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই সংকল্পের সঙ্গে দেশবাসীরকে সুরক্ষা দিতে আমরা প্রতিশ্রুতিবব্ধ।
আরও পড়ুন- বন্দুকের নলের সামনে জয়ী ভারতের সংবিধান: মোদি
বহু জেলা আজ শান্তির নিঃশ্বাস নিচ্ছে। দেশ আজ শান্তি আর প্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, এই অধিবেশন বিজয়ের উদযাপন এবং এক গর্বের মুহূর্ত। গোটা বিশ্ব ভারতের সামরিক শক্তি প্রত্যক্ষ করেছে। অপারেশন সিন্দুরে ভারতীয় সেনা তাদের নির্ধারিত লক্ষ্যের একশো শতাংশই অর্জন করে জঙ্গীদের আস্তানা ২২ মিনিটের অভিযানে গুঁড়িয়ে দিয়েছে। ভারতের এই মেড ইন ইন্ডিয়া সামরিক শক্তি বিশ্বের প্রশংসা পাচ্ছে।
প্রধানমন্ত্রী আজ নিজের সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে বলেন, ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় এসেছে। তার পর থেকেই ভারত ১০ নম্বর স্থান থেকে তিন নম্বর স্থান অর্জনের দিকে এগোচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ২৫ কোটি ভারতীয় দারিদ্রসীমা অতিক্রম করেছেন। মুদ্রাস্ফীতি আগে ছিল দুই সংখ্যার। এখন দুই শতাংশের আশপাশে।”
বিজ্ঞানের অগ্রগতির বিষয় তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রথমবার আন্তর্জাতিক স্পেস সেন্টারে ভারতের পতাকা উড়েছে, যা দেশের জন্য এটি গৌরবের সময়। দেশের বিজ্ঞানের প্রতি নতুন উৎসাহের সফল যাত্রা। গোটা দেশবাসী এই গৌরব অনুভব করছে। এই বর্ষা এক বিজয়উৎসব।
দেখুন আরও খবর-