ওয়েব ডেস্ক : মাছ (Fish) রফতানির ক্ষেত্রে রেকর্ড গড়ল ভারত (India)। গত এক দশকে রফতানির পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৫০০ কোটি টাকায়। সম্প্রতি এমন রিপোর্ট পেশ করেছেন কেন্দ্রীয় সরকারের মৎস্য পশুপালন ও দুগ্ধ উন্নয়ন মন্ত্রী রাজীব রঞ্জন সিং (Rajiv Ranjan Singh)। ফলে গত ১০ বছরে দ্বিগুণের বেশি গিয়ে দাঁড়িয়েছে এই ব্যবসা।
বিজনেস স্ট্যান্ডার্ডের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষে ভারত ১৭,৮১,৬০২ মেট্রিক টন মাছ রফতানি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র (USA), আরব আমির শাহী ও পশ্চিমী দেশগুলির মতো প্রধান রপ্তানি বাজারে বর্তমানে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও এই রেকর্ড অর্জন করতে সক্ষম হয়েছে ভারত। তথ্য অনুযায়ী, ২০১৪ সালে এই রপ্তানির পরিমাণ ছিল ৩০ হাজার কোটি টাকা। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬০,৫০০ কোটি টাকা।
আরও খবর : মার্কিন সফরে যাচ্ছেন মোদি, হতে পারে ট্রাম্পের সঙ্গে বৈঠক!
তথ্য অনুযায়ী, রফতানির শীর্ষে রয়েছে হিমায়িত চিংড়ি, বিভিন্ন সামুদ্রিক মাছ (Fish), কাটল ফিশ ও স্কুইড। ভারতের কাছ থেকে মাছ আমদানিকারক দেশের তালিকায় প্রথম সারিতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন। রপ্তানির এই পরিমাণ ভবিষ্যতে আরও বাড়ানোর পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় সরকারের মৎস্য পশুপালন ও দুগ্ধ উন্নয়ন মন্ত্রী রাজীব রঞ্জন সিং জানান, ভবিষ্যতে মৎস্য রফতানি দ্বিগুণ করার লক্ষ্যে ষোড়শ কমিশন গঠন ও দেশের প্রধান মৎস্য উৎপাদনকারী রাজ্যগুলির সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের পরিকল্পনা রয়েছে। এই সাফল্যের পেছনে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা (PMMSY),আধুনিক মৎস্য চাষ প্রযুক্তি ও কৌশলগত রফতানি পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
দেখুন অন্য খবর :