ওয়েবডেস্ক- আজ থেকে শুরু সংসদের (Parliament) বাদল অধিবেশন (Monsoon Session)। অধিবেশন শুরুর আগে ভাষণ থেকেই নাম না করে পাকিস্তানের (Pakistan) উদ্দেশে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
এদিনের বার্তা থেকের প্রধানমন্ত্রী আরও একবার বুঝিয়ে দিলেন সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নিয়েছে ভারত। প্রধানমন্ত্রী বলেন, পহেলগাম হামলা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল, ভারত তার জবাব দিয়েছে। ভারতের সেনা যে লক্ষ্য নিয়েছিল তা পূরণ করতে সফল হয়েছে। আততায়ীর ঘরে ঢুকে অপারেশন সিঁদুর (Operation Sindoor) অভিযানে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে সন্ত্রাসী ডেরা। আমাদের সৈন্যরা কী করতে পারে দেখিয়েছে। সারা বিশ্ব ভারতের সেনার শক্তি দেখেছেন।
বন্দুকের সামনে আমাদের দেশের সংবিধান (Constitution) জয়ী হচ্ছে। ২২ মিনিটে জঙ্গি ঘাঁটি ধবংস করেছে ভারতীয় সেনা। ভারতের প্রতিনিধিরা পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছে। গোটা দেশে ঘুরে তা প্রত্যক্ষ করেছি। ভারতের তৈরি অস্ত্রে গোটা বিশ্বে ভরসা বেড়েছে। গোটা বিশ্বে ভারতের মেড ইন দুনিয়ার আকর্ষণ বেড়েছে। ভারতের সেনা শক্তি মেড ইন ইন্ডিয়ার রূপ।
আরও পড়ুন- সংসদে বাদল অধিবেশন থেকে বার্তা নরেন্দ্র মোদির
এই দশক শান্তি আর প্রগতির দিকে এগিয়ে চলেছে। দেশ যবে থেকে স্বাধীনতা লাভ করেছেন, তবে থেকে একের পর এক হিংসা থেকে হামলা শিকার হয়েছে। কখনও আগে শুরু হয়েছে আর কখনও পরে শুরু হয়েছে। আজ নকশাল থেকে মাওবাদ একদম গোড়া থেকে নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই সংকল্পের সঙ্গে দেশবাসীরকে সুরক্ষা দিতে আমরা প্রতিশ্রুতিবব্ধ। বহু জেলা আজ শান্তির নিঃশ্বাস নিচ্ছে।
উল্লেখ্য, আজ থেকে শুরু সংসদের বাদল অধিবেশন। ২১ জুলাই থেকে শুরু হয়ে চলছে ২১ আগস্ট পর্যন্ত। সংসদে অপারেশন সিঁদুর, পহেলগাম হামলা, যুদ্ধ বিরতিতে ট্রাম্পের দাবি প্রভৃতি একগুচ্ছ বিষয় তুলে এককাট্টা হবে বিরোধীরা। গতকালই কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সর্বদলীয় বৈঠকের পর জানান, কেন্দ্র পহেলগাম হামলা থেকে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় প্রস্তুত। তবে সব হবে সংসদের নিয়ম মেনেই।
এদিকে অধিবেশন শুরুর দুদিনের মধ্যেই বিদেশ সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৩ থেকে ২৬ জুলাই ব্রিটেন ও মালদ্বীপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সফরের প্রথম পর্বে ২৩ ও ২৪ জুলাই প্রধানমন্ত্রী মোদি যাবেন ব্রিটেনে। সেখানে ভারত ও ব্রিটেনের মধ্যে বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হবে। ফলে সংসদে অধিবেশন চলাকালীন উপস্থিত থাকতে পারবেন না প্রধানমন্ত্রী। এই বিষয়েও গতকালই কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেন, প্রধানমন্ত্রী না থাকলে তাঁকে টেনে এনে সব সময় কথা বলা উচিত নয়। সংশ্লিষ্ট বিষয়ের মন্ত্রী থাকলেই হবে।
দেখুন ভিডিও-