ওয়েব ডেস্ক : ফের রক্তাক্ত ভূস্বর্গ! জঙ্গি হামলায় প্রাণ গেল ভারতীয় এক জওয়ানের (Indian Soldier)। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) বারামুলায়। সূত্রের খবর, বড় ধরণের অনুপ্রবেশের চেষ্টায় ছিল জঙ্গিরা। সেই সময় ভারতীয় বাহিনীর প্রতিরোধে তা ব্যর্থ হয়। কিন্তু জঙ্গিদের ছোড়া গুলিতে প্রাণ হারান এক জওয়ান।
সূত্রের খবর, মঙ্গলবার থেকেই অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল জঙ্গিরা। বুধবার এলওসি (LOC) পার করে ভিতরে ঢোকার সময় ভারতীয় সেনার প্রতিরোধের মুখে পড়তে হয় তাদেরকে। এর পরে গুলি চালাতে শুরু করেছিল জঙ্গিরা। তার পাল্টা জবাব দেয় ভারতীয় জওয়ানরাও। সেই সংঘর্ষ চলাকালীন গুরুতর জখম হন ওই সেনা জওয়ান। তবে শেষ রক্ষা হয়নি।
আরও খবর : মাছ রপ্তানিতে রেকর্ড ভারতের!
মূলত, সম্প্রতি পারমানবিক হামলার হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির (Asim Munir)। তার পরেই এমন ঘটনাকে পাকিস্তানের প্ররোচনা হিসাবেই দেখছে ভারত (India)। পাকিস্তানের সেনাপ্রধান সম্প্রতি বলেছিলেন, পাকিস্তানের হাতে পারমানবিক অস্ত্র আছে। কখনও যদি মনে হয় পাকিস্তান (Pakistan) ধ্বংস হয়ে যাচ্ছে, তারা তাহলে অর্ধেক বিশ্বকে ধ্বংস করে দেবে।
তবে শুধু একা আসিম মুনির নন, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাবল ভুট্টো জারদারিও সম্প্রতি হুমকি দিয়ে বলেছেন, অপারেশন সিদুঁর (Operation Sindoor) ও সিন্ধু জলচুক্তি বাতিল করে পাকিস্তানকে ক্ষতির মুখে ফেলেছে ভারত। যদি ভবিষ্যতেও এমনটা চলতে থাকে তাহলে এই পরিস্থিতি মোকাবিলায় বড় পদক্ষেপ নেওয়া হবে। তবে এমন ব্যাল্কমেলে যে কোনও কাজ হবে না, জাতীয় নিরাপত্তায় যা যা করা দরকার তা সবই করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে ভারতের তরফে।
দেখুন আরও খবর :