ওয়েবডেস্ক- আমেরিকার (America) জর্জ ফ্লয়েডকে (George Floyd) মনে আছে? যাকে বর্ণবাদের শিকার (Racially Abused) হতে হয়েছিল। ২০২০ সালের ২৫ মে শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ৪৬ বছর বয়সী জর্জ ফ্লয়েডকে হত্যা করেছিল নির্মমভাবে। হাঁটু দিয়ে মাথা চেপে ধরে হত্যা করা হয়েছিল। জর্জ ফ্লয়েডের অপরাধ ছিল তাঁর গায়ের রং কালো, তিনি কৃষ্ণাঙ্গ।
এখানেই শেষ নয়, অস্ট্রেলিয়ায় (Australia) ভারতীয় বংশোদ্ভূত যুবক গৌরব কুন্ডিকে গ্রেফতার করতে গিয়ে এক পুলিশ অফিসার তাঁর গলা হাঁটু দিয়ে ঠেসে ধরেন রাস্তায়।
ফের সেই অস্ট্রেলিয়া! বর্ণবিদ্বেষের শিকার হতে হল অস্ট্রেলিয়ায় ভারতীয় বংশোদ্ভূত যুবককে। স্ত্রীর সামনেই তাঁকে লাথি, ঘুষি, কিল মারা হল। বর্তমানে ওই যুবক সারা দেহে আঘাতের চিহ্ন নিয়ে হাসপাতালে ভর্তি। দক্ষিণ অস্ট্রেলিয়ায় ভারতীয় যুবককে শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে।
ওই যুবক অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে জানান, যখন তার সঙ্গে এই ঘটনা ঘটে তখন নিজেকে খুব অবাঞ্ছিত মনে হয়েছিল। কারণ আক্রমণকারীরা সেটাই মনে করাতে চেয়েছিলেন যে তিনি অচ্ছুত। এই দেশে তাঁর থাকার কোনও অধিকার নেই। তাঁর এই দেশ থেকে ফিরে যাওয়া উচিত। আক্রমণকারীরা বলেন, আপনি আপনার শরীরের অনেক কিছু বদলে ফেলতে পারেন, কিন্ত চামড়া রং বদলাবেন কী করে?
আরও পড়ুন- ভারতের আকাশসীমায় পাক বিমান চলাচলের নিষেধাজ্ঞা আরও বাড়ল
আক্রান্ত জানান, ঘটনার সময় তিনি গাড়ি পার্ক করছিলেন। তখন সামান্যই কথা কাটাকাটি হয়। তার পরেই আক্রমণকারীরা তার উপর হামলা চালায়। তাঁকে মারধর, কিল, চড়, লাথি, ঘুষি মারা হয়।
আক্রান্তের অভিযোগ, ভারতীয় বলেই কী তাঁকে বর্ণ বিদ্বেষের শিকার হতে হল? আক্রান্ত ভারতীয় যুবককে হাসপাতালে ভর্তি করানোর পর বিষয়টি প্রকাশ্যে আসে। আক্রান্তের নাম চরণপ্রীত সিং (Charanpreet Singh) । পড়াশোনার সূত্রে বিদেশে আছেন চরণপ্রীত।
গত সপ্তাহে কিন্টোর অ্যাভেনিউয়ে একটি জায়গায় গিয়েছিলেন। স্ত্রীও সঙ্গে ছিলেন। আক্রান্তের দাবি, মারধর করা ছাড়াও তারা কুৎসিত ভাষায় গালিগালাজ করছিল ওই আক্রমণকারীরা। ‘ভারতীয়’ বলে অপমান করে অস্ট্রেলিয়া ছাড়তে বলা হয়। প্রতিবাদ করতেই মার। চড়, লাথি, ঘুষিতে জ্ঞান হারান তিনি। এখন অ্যাডিলেডের একটি হাসপাতালে চিকিৎসা চলছে ভারতীয়ের। শরীরের নানা জায়গায় আঘাতের চিহ্ন। ধারালো কিছু দিয়েও তার উপর আক্রমণ চালানো হয়। মাথায় গুরুতর চোট পেয়েছেন তিনি।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। এনফিল্ড থেকে ২০ বছরের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে। সিসিটিভি দেখে কয়েক জনকে চিহ্নিত করা হয়েছে।
এদিকে এই ঘটনায় প্রবাসী ভারতীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। অ্যাডিলেডে ভারতীয়দের একটি সংগঠন এই ঘটনার কড়া নিন্দা জানায়। প্রশাসনের কাছে তাদের আবেদন, বর্ণবিদ্বেষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। ভারত থেকে বহু শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় আসেন, এই ধরনের ঘটনা ঘটলে আগামীদিনে নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়বে। যার প্রভাব পড়বে গোটা বিশ্বেই।
দেখুন আরও খবর-