কলকাতা: সময়ের সঙ্গে সঙ্গে ছাত্র ছাত্রীদের পঠন পাঠনের বিষয় বদলের প্রয়োজন পড়ে। এবার সব ঠিক থাকলে উচ্চ মাধ্যমিকে (Higher Secondary) বদল হতে চলেছে সিলেবাস (Syllabus)। প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা কমিটি গঠন করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এটা হলে দশ বছর পরে এর বদল হতে চলেছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই নতুন সিলেবাসে ছাত্র ছাত্রীদের (Student) পঠন পাঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠাতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ৪৭টি বিষয়ে সিলেবাস বদলের ভাবনা।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এক কর্তা জানিয়েছেন, কেন্দ্রের বোর্ডগুলির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে রাজ্যের ছাত্র ছাত্রীদের জন্য নতুন সিলেবাস তৈরি করতে চাই। এর আগে ২০১২-১৩ সালে সিলেবাসের বদল হয়েছিল। এখন ফের সিলেবাস বদলের প্রয়োজন রয়েছে। রাজ্য সরকার অনুমোদন দিলে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন সিলেবাসে ছাত্র ছাত্রীরা পঠন পাঠন করবে। সিলেবাসকে বর্তমান পরিস্থিতর সঙ্গে মানানসই করতে চাওয়া হচ্ছে। সংসদ সূত্রে খবর, এক্ষেত্রে অন্য বোর্ডের ছাত্র ছাত্রীদের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্য বোর্ডের ছাত্র ছাত্রীরাও যাতে সমান নম্বর পেতে পারে মূলত সেই দিকটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ময়দানে গীতা পাঠের প্রস্তুতি তুঙ্গে, অংশ নেবেন প্রধানমন্ত্রী
আরও খবর দেখুন