কলকাতা: ফের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। এবার রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বেহালা নারায়ণ মেমোরিয়াল হাসপাতালে (Narayan Memorial Hospital)। স্বাস্থ্যসাথী কার্ডের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভে ফুসছে রোগীর পরিবার।
সূত্রের খবর, গত ৪ অগাস্ট বেহালা নেতাজি সুভাষ রোডের ৬০ বছর বয়সি বাসিন্দা অজিত হালদার বুকে ব্যাথা নিয়ে বেহালা নারায়ণ মেমোরিয়াল হাসপাতালে (Narayan Memorial Hospital) ভর্তি হন। স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রথমে এগারো হাজার টাকা জমা দিতে হয় রোগীর বিভিন্ন টেস্টের জন্য। তখনই রোগীকে তারা হাসপাতালে ভর্তি করিয়ে নেয়। হাসপাতালের তরফে বলা হয়, ৫ অগাস্ট মঙ্গলবার রোগীর একটি ওটি হবে। ৬ অগাস্ট বুধবার সকালে তাঁর একটি এনজিওপ্লাস্ট হয়। চিকিৎসকেরা জানান এই মুহূর্তে রোগীর হার্টে কোন স্টেন বসানোর দরকার নেই। ওইদিন দিন বিকেলেই রোগীকে ছেড়ে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। রোগীকে বাড়ি নিয়ে যেতেই সন্ধ্যেবেলায় তাঁর আচমকা শ্বাসকষ্ট শুরু হয়। তীব্র শ্বাসকষ্টে বাড়িতেই ওই রোগীর মৃত্যু হয়।
আরও পড়ুন: হরিয়ানায় থাকতে পারবে না বাঙালিরা! রাজ্যে ফিরলেন পরিযায়ীয়া
মৃতের পরিবারের অভিযোগ, ওটি হওয়ার একদিন পরে তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় রোগীকে হাসপাতালে ভর্তি করার কারণেই তাঁর সঠিক চিকিৎসা হয়নি। শহর কলকাতার এই নামজাদা হাসপাতালের চিকিৎসা পরিষেবাকে কেন্দ্র করে গাফিলতির অভিযোগে সরব হয়েছে মৃতের পরিবার। এখন প্রশ্ন উঠছে স্বাস্থ্যসাথী কার্ডের অধীনে ভর্তি হওয়া সত্ত্বেও কেন ১১ হাজার টাকা নিল হাসপাতাল কর্তৃপক্ষ? তাহলে কি কলকাতার হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডকে মান্যতা দেওয়া হয় না? এমন নানান প্রশ্নের উত্তর চাইছেন মৃতের পরিবার।
দেখুন অন্য খবর