ওয়েব ডেস্ক: পেট ঠাণ্ডা রাখতে অব্যর্থ জিরে (Jeera)। পেটের গোলমাল দেখা দিলেই এক গ্লাস জিরে ভেজানো জলের গ্লাসে (Jeera Soaked Water) চুমুক দেন অনেকেই। উপকারও মেলে চটজলদি। তবে জিরে যে শুধু স্বাস্থ্যের খেয়াল রাখে এমনটা কিন্তু নয়। চুলের জেল্লা (Shiny Hair) ফেরাতেও কিন্তু সমান উপকারী জিরে ভেজানো জল। নিষ্প্রাণ চুলের (Damage Hair) সমস্যা দূর করতে কালো জিরে দারুণ কাজ করে। কারণ কালো জিরে অ্যান্টিঅক্সিডেন্ট (Anti-Oxidants) ও থাইমোকুইনোনের গুণে ভরপুর। বর্ষার দিনে কীভাবে ব্যবহার করবেন জিরে ভেজানো জল? ঝটপট জেনে নিন।
চুলে কালো জিরে ভেজানো জল ব্যবহারের একাধিক পদ্ধতি রয়েছে। এই পদ্ধতি মেনে ব্যবহার করলেই চুলের যাবতীয় সমস্যা থেকে রেহাই মিলবে।
উপকরণ:
১ কাপ নারকেল তেল ও ২ চামচ কালো জিরে।
আরও পড়ুন: বৃষ্টিতে মুড স্যুইং সামলাতে কী পরামর্শ চিকিৎসকের
পদ্ধতি:
এই বিশেষ তেল তৈরি করতে প্রথমে একটি পাত্রে নারকেল তেল (Coconut Oil) ও ২ চামচ কালো জিরে নিয়ে ফুটিয়ে নিতে হবে হবে। তেল ঠাণ্ডা হলে একটি জারে ভোরে রেখে দিতে পারেন। তেল মাথায় মেখে ঘণ্টা খানেক রেখে শ্যাম্পু করে নিতে হবে। প্রতি সপ্তাহে নিয়ম মেনে এই তেল ব্যবহার করতে পারেন। চুলের গোড়ায় পুষ্টি জোগাতে এই তেল ভীষণ কাজে আসে।
চুল ঝলমলে রাখতে আরও দুটি পদ্ধতিতে চুলে কালো জিরে ব্যবহার করতে পারেন।
১. কালো জিরে দিয়ে ঘরোয়া হেয়ার মাস্ক (Hair Mask) তৈরি করতে পারেন। এটি তৈরির জন্য কালো জিরে মিহি করে গুঁড়ো করে তার মধ্যে মধু (Honey), দই (Curd), ও সামান্য অলিভ অয়েল (Olive Oil) মিশিয়ে হেয়ার মাস্ক তৈরি করে পরিস্কার চুলে ব্যবহার করতে পারেন। হেয়ার মাস্ক ভালোভাবে চুলে লাগিয়ে ১ ঘণ্টা রেখে দিতে হবে। তারপর ভাল শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে নিতে হবে। সপ্তাহে ২ দিন ব্যবহার করতে পারলে চুলের অকালপক্কতা কমবে।
২. জিরের তেল তৈরি করে এটির সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে স্ক্যাল্পে লাগিয়ে নিতে পারেন। ১ ঘণ্টা এই মিশ্রণ মাথায় রেখে ভাল শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে নিতে হবে।
দেখুন অন্য খবর