ওয়েব ডেস্ক: ইশা সাহা, টলিপাড়ার অভিনেত্রী ইতিমধ্যেই বেশ প্রতিষ্ঠিত। বহুবার শড়ি সহ বিভিন্ন লুকেই দেখা গিয়েছে তাঁকে। এবার ইনস্টাগ্রামের পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে খোলামেলা পোশাকে মন জুড়িয়ে দিলেন অনুরাগীদের। কেমন লুকে ধরা দিলেন অভিনেত্রী!
ইশা সাহা, টলিপাড়ায় এই নামটি যথেষ্ঠ পরিচিত। অভিনেত্রী হিসাবে, নিজেকে ইতিমধ্যেই প্রতিষ্ঠিতও করেছেন ইশা। বিভিন্ন সময় বিভিন্ন লুকেই দেখা গিয়েছে তাঁকে। শাড়িতেও যেমন সুন্দর সাজে অনুরাগীদের মন মাতিয়ে দেন। তেমনি, বিভিন্ন সময় তাঁকে দেখা গিয়েছে খোলামোলা পোশাকেও। এবার ইন্সটাগ্রামের পেজে একগুচ্ছ ছবি পোষ্ট করলেন অভিনেত্রী।
View this post on Instagram
আরও পড়ুন: বলিউডে ৩ খানের রেকর্ড ভাঙল ‘সাইয়ারা’!
সেখানে দেখা যাচ্ছে, মিনি স্কার্ট সঙ্গে কালো নেট টপ। যেখানে স্পষ্ঠ অভিনেত্রীর বক্ষ বিভাজিকা। আর শুধু পোশাক নয়। অভিনেত্রীর ছবি তোলার পোজ দেখে রাতের ঘুম উড়েছে অনেকেরই। ইনস্টাগ্রামের পেজে ছবি দেখে কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন ইশার অনুরাগীরা। বরাবরই ইশা সাহার পোশাকে থাকে সিম্পল একরকম সাজ। এবারেও সেই ব্যাতিক্রম নয়। খোলামোলা পোশাক আর চোখের চাহনি দেখে মন মেতেছে সকলের।
দেখুন আরও খবর