ওয়েব ডেস্ক: নাজেহাল অবস্থা ইজরায়েলের (Israel)। মার্কিনীরাও প্রাণপণে মিত্রদেশের উপর একের পর এক হামলা ঠেকাতে চাইছে। তবে কিছুতেই মাথা নোয়াবে না হিজবুল্লা। গাজায় হত্যালীলার প্রতিশোধ নিতে কসুর করছে না ইরানের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী।
আরও পড়ুন: ‘বন্দে মাতরম’ স্লোগানে নাইজেরিয়ায় প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত
দিন দিন ফুরিয়ে আসছে ইজরায়েলের অস্ত্র ভাণ্ডার ও সৈন্য ক্ষমতা। তাই আমেরিকা বার্তা দিয়েছিল যুদ্ধ বিরতির। তবে সেসবকে বুড়ো আঙুল দেখিয়ে শুক্রবার ফের লেবাননের রাজধানী বেইরুটের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালাল ইজরায়েল। ফের একবার হামলার ধাক্কা সামলাতে ব্যর্থ নেতানিয়াহুর দেশ। ভেঙে গুড়িয়ে গেল বেইরুটের দক্ষিণাঞ্চল।
দেখুন আরও খবর: