ওয়েব ডেস্ক : শত্রুকে বুঝতে নতুন পদক্ষেপ নিতে চলেছে ইজরায়েল (Israel)। এবার আরবি (Arabic) ভাষা শিখবে ইজরায়েলের গোয়েন্দারা। সঙ্গে বিশদে পড়াশোনা করবে ইসলাম (Islam) নিয়েও। এর জন্য গোয়েন্দা বিভাগের অধিকারিকদের জন্য বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। যাতে শত্রুদের বিষয়ে আরও বেশি অবগত হওয়া যায়।
ইজরায়েলের (Israel) চারপাশে রয়েছে মুসলিম সম্প্রদায়। সেই চারপাশ ধরে শত্রুদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে ইজরায়েলের বাহিনী। তবে শত্রুদের সঙ্গে লড়তে তাদের বিষয়ে আরও জানা প্রয়োজন বলে মনে করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। ফলে শত্রুদের কথা বুছতে গোয়েন্দাদের ইসলাম ধর্ম ও আরবি ভাষা শেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই জন্য ইজরায়েলের গুপ্তচর সংস্থা ‘আমান’ (AMAN)-এর প্রধান মেজর জেনারেল শ্লোমি বাইন্ডার একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দপ্তরের সমস্ত আধিকারিক ও কর্মীদের ইসলামের শিক্ষা নিতে হবে। আরবি ভাষা শিখতে হবে ৫০ শতাংশ কর্মীকে।
আরও খবর : দক্ষিণ-পূর্ব ইরানে ভয়াবহ জঙ্গি হামলা, নিহত ৮
সূত্রের খবর, বিশেষ করে হাউথি (Houthi) ও ইরাকের (Iraq) মানুষের ভাষা শেখার উপর জোর দিচ্ছে তেল আভিভ। হাউথিদের ভাষা বুঝতে সমস্যা হচ্ছে ইজরায়েলের গোয়েন্দা বিভাগের। সেই কারণে তাদের ভাষা, সংস্কৃতি ও ইসলাম ধর্ম সম্পর্কে অবগত হতে চাইছে তারা। ইজরায়েলের এক আধিকারক বলেছেন, আমেদের সেনাকে হয়তো পুরোপুরি তৈরি করতে পারবো না। কিন্তু শত্রুদের ভাষা, সংস্কৃতি ও ইসলাম ধর্ম অধ্যয়ন করে তাদের বিষয়ে বেশি তথ্য জানার চেষ্টা করা হবে।
জানা যাচ্ছে, এই সব শেখার জন্য একটি নতুন বিভাগ তৈরি করা হবে। আইডিএফ (IDF) মিডিল ও হাইস্কুলে ভাষা শিক্ষার জন্য টেলিম বিভাগটি পুনরায় চালু করা হতে পারে। এই বিভাগটি বন্ধ করে দেওয়া হয়েছিল অর্থনৈতিক কারণে। কিন্তু প্রয়োজনিয়তার কথা মাথায় রেখে সেই বিভাগটি আবার চালু করা হতে পারে।
দেখুন অন্য খবর :