ওয়েব ডেস্ক: ধৈর্য্যের পরীক্ষা নিল ম্যাঞ্চেস্টার (Manchester Test)। ফলাফল না এলেও গোটা ম্যাচে মোট ১,৪৫২ রান, পাঁচটি সেঞ্চুরি দেখল ক্রিকেট বিশ্ব। অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে (Anderson Tendulkar Trophy) ভারত ২-১-এ পিছিয়ে পড়লেও বহুদিন পর টেস্ট ম্যাচ ড্র হতে দেখলেন দর্শকরা। সেই সঙ্গে ভারতের ব্যাটাররা দেখিয়ে দিলেন, পিছিয়ে পড়েও ম্যাচে থাকা যায়, লড়াই করা যায়, হারের মুখ থেকে ম্যাচ বাঁচিয়ে সাজঘরে ফেরা যায়।
ইংল্যান্ডের ৬৬৯ রানের পাহাড়ে চড়তে গিয়ে শুরুতেই হোঁচট খায় ভারতের ব্যাটাররা। শূন্য রানে যশস্বী এবং সুদর্শনের উইকেট পড়ে যায় ম্যাচের চতুর্থ দিনেই। কিন্তু সেখান থেকে ম্যাচের হাল ধরেন অধিনায়ক শুভমন গিল এবং কে এল রাহুল। ধৈর্য্যের কঠিন পরীক্ষায় উত্তরে দুজনেই চতুর্থ দিন ক্রিজে টিকে ছিলেন। পঞ্চম দিনের শুরুতেই রাহুল আউট হন ৯০ রানে। একটুর জন্য সেঞ্চুরি মিস করেন। কিন্তু শুভমনের ব্যাটে ছিল আরেকটা সেঞ্চুরির খিদে। ১০৩ রান করেন অধিনায়ক।
আরও পড়ুন: বুট দিয়ে বলে চাপ, বল বিকৃতির অভিযোগ ইংল্যান্ড পেসারের বিরুদ্ধে!
তবে পঞ্চম দিনে শুভমনের উইকেট পড়ে যাওয়ার পর অনেকেই ভেবেছিলেন এই বুঝি তাসের ঘরের ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। কিন্তু তখন হয়তো কেউ জানতেন না, এভাবে সাহসের সঙ্গে ব্যাটিং করে ইংরেজদের জেতা ম্যাচ ড্র করে ফিরবেন ওয়াশিংটন এবং জাদেজা। দুজনেই হাঁকালেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত দাঁত কামড়ে টিকেও থাকলেন ক্রিজে। ড্র করে ফিরলেন সাজঘরে। সেই সঙ্গে সিরিজ হারের লজ্জা থেকে বাঁচালেন দলকে।
ম্যাচের ফলাফল না এলেও ম্যাঞ্চেস্টার দেখল ঋষভ পন্থের ভাঙা পায়ে ব্যাটিং। সেই সঙ্গে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের নিরিখে পন্টিং এবং ক্যালিসকে পার করতে দেখা গেল রুটকে। ইংরেজ অধিনায়ক স্টোকসের সাত হাজার রানের গণ্ডি পারও দেখল ম্যাঞ্চেস্টার। শেষে আবার জাদেজা এবং সুন্দরের লড়াকু সেঞ্চুরিও দেখা গেল এই ম্যাচেই। সব মিলিয়ে এ যেন এক ঐতিহাসিক ম্যাচ হয়ে উঠল।
দেখুন আরও খবর: