Sunday, August 31, 2025
HomeScrollকলকাতার সবচেয়ে বড় ভূগর্ভস্থ মেট্রো স্টেশন 'জয় হিন্দ'

কলকাতার সবচেয়ে বড় ভূগর্ভস্থ মেট্রো স্টেশন ‘জয় হিন্দ’

পুজোর মুখে রাজ্যবাসীকে বড় উপহার !

কলকাতা: অবশেষে যাত্রীদের জন্য খুলে গেল কলকাতার সবচেয়ে বড় ভূগর্ভস্থ মেট্রো স্টেশন জয় হিন্দ বিমানবন্দর (Jai Hind)। বিপুল পরিসর, আধুনিক সুযোগ-সুবিধা এবং একাধিক লাইনের সংযোগে এটি হয়ে উঠছে শহরের অন্যতম ব্যস্ত যোগাযোগ কেন্দ্র।

স্টেশনটির আয়তন প্রায় ১৪,৬৪৫ বর্গমিটার। মাটি থেকে প্রায় ১২ থেকে ১৪ মিটার গভীরে তৈরি এই স্টেশন ভারতের অন্যতম বৃহত্তম আন্ডারগ্রাউন্ড অবকাঠামো। দৈর্ঘ্যে প্রায় ৫৫০ মিটার এবং প্রস্থে ৪১.৬ মিটার হওয়ায় এটিই এখন দেশের সবচেয়ে বড় আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন।

আরও পড়ুন: মুর্শিদাবাদে ওভারহেড তার ছিঁড়ে ট্রেন পরিষেবা ব্যাহত

থেকে শুরু করে ট্যাক্সি স্ট্যান্ড, পুলিশ ব্যারাক এবং যশোর রোড পর্যন্ত ছড়িয়ে রয়েছে এই এক্সিট গেটগুলি। এর পাশাপাশি দু’টি বিশাল সাবওয়ে সংযুক্ত করা হয়েছে—একটি বিমানবন্দরের ভেতরে, অন্যটি যশোর রোডের দিকে। বিমানবন্দরমুখী সাবওয়ের দৈর্ঘ্য প্রায় ৩৩০ মিটার, আর যশোর রোডমুখী সাবওয়ে প্রায় ২৭০ মিটার লম্বা। দু’দিকেই রয়েছে একাধিক সিঁড়ি, এসক্যালেটর এবং লিফট।

মেট্রো কর্তৃপক্ষের আশা, বিমানবন্দরের যাত্রীদের পাশাপাশি শহরের ভেতরের যাতায়াতেও এই স্টেশন বিশেষ ভূমিকা নেবে। শুধু যাতায়াত নয়, পরিকাঠামোগত দিক থেকেও এই স্টেশন কলকাতা মেট্রোর ইতিহাসে নতুন অধ্যায় রচনা করল।

দেখুন আরও খবর: 

Read More

Latest News