নয়াদিল্লি: পড়াশোনায় ব্যর্থ হয়ে ফের ছাত্রের করুণ পরিণতি। আমি পারলাম না বলে মা বাবাকে চিঠি লিখে আত্মঘাতী ছাত্র। পুলিশ জানিয়েছে, মেডিক্যালের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটে (NEET) পাশ করতে পারেনি ছাত্রটি (Student)। ওই ছাত্রটি যে ঘরে থাকতেন সেই ঘর থেকে চিঠি উদ্ধার হয়েছে। নিজের ব্যর্থতার জন্য বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে চিঠিতে ছাত্রটি লিখেছেন, আমি পারলাম না। শুক্রবার সকালে রাজস্থানের জয়পুরের ঘটনা। মৃতের নাম জ্যোতি আগরওয়াল।
জয়পুরে একটি বাড়ি ভাড়া করে থাকছিলেন ওই ছাত্রটি। এক প্রতিবেশী তাঁকে গুরুতর অবস্থায় দেখে পুলিশকে জানায়। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, পরীক্ষায় ফল বেরনোর পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশের পর গত ২৬ জুলাই নিটের ফল প্রকাশ করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। গত ৫ মে দেশজুড়ে নিট ইউজি অনুষ্ঠিত হয়েছিল।
আরও পড়ুন: হরিয়ানায় বিধানসভা নির্বাচনের আগে সমস্যায় বিজেপি
আরও খবর দেখুন