Thursday, August 14, 2025
HomeScroll‘মুখ ঢেকে আদালতে সওয়াল নয়’, মহিলাকে আইনজীবীকে ধমক জম্মু-কাশ্মীর হাইকোর্টের
Jammu kashmir High Court

‘মুখ ঢেকে আদালতে সওয়াল নয়’, মহিলাকে আইনজীবীকে ধমক জম্মু-কাশ্মীর হাইকোর্টের

বার কাউন্সিলের নিয়ম অনুযায়ী আইনজীবীদের নিজস্ব পোশাকবিধি আছে, জানাল আদালত

Follow Us :

শ্রীনগর: বার কাউন্সিল (Bar Council) অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী মুখ ঢাকা দিয়ে কোনও মহিলা আইনজীবী এজলাসে উপস্থিতি দিতে পারেন না, রায় জম্মু ও কাশ্মীর হাইকোর্টের (Jammu Kashmir High Court)।

কিছু মামলাকারীর হয়ে এক মহিলা আইনজীবী (Law year) মুখ ঢাকা দিয়ে সওয়াল করতে হাজির হন। সেই ঢাকা খোলার জন্য আদালতের (Court) অনুরোধে সাড়া না দেওয়ায় বার কাউন্সিল অফ ইন্ডিয়ার নিয়ম উল্লেখ করেন বিচারপতি (Justice)।

ওই হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলও জানান, মুখ ঢাকা দিয়ে মহিলা আইনজীবীর হাজির হওয়ার নিয়ম নেই।

আরও পড়ুন: তীব্র শৈত্যপ্রবাহ, কাশ্মীরে শুরু ‘চিল্লাই কাল্লান’, ডাল লেক ঢাকল বরফে

বার কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা পুরুষ ও মহিলা আইনজীবীদের জন্য নির্দিষ্ট ড্রেস কোড বা পোশাক বিধি আছে। সেই বিধির কোথাও মহিলা আইনজীবীদের মুখ ঢাকা দিয়ে উপস্থিতি দেওয়ার কথা বলা নেই।

মামলাটি ছিল বিচারপতি রাহুল ভারতির কাছে।

মুখের ঢাকা সরানোর অনুরোধ করা হলে ওই আইনজীবী জানান, মুখের ঢাকা সরানোর জন্য আদালত তাঁকে বাধ্য করতে পারে না। এটা তাঁর মৌলিক অধিকার।

অন্যদিকে ওই মহিলার পরিচয় স্পষ্ট না হওয়ায় আদালত মামলা শোনেনি। মহিলা আইনজীবীদের পোশাক বিধি সম্পর্কে রেজিস্ট্রার জেনারেলের বক্তব্য তলব আদালতের।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular