Thursday, August 14, 2025
HomeScrollঘোষণা হল ৫৮তম জ্ঞানপীঠ পুরস্কার
Jnanpith Awards

ঘোষণা হল ৫৮তম জ্ঞানপীঠ পুরস্কার

পুরস্কার পাচ্ছেন উর্দু কবি গুলজার এবং সংস্কৃত পণ্ডিত জগৎগুরু রামভদ্রাচার্য

Follow Us :

নয়াদিল্লি: ৫৮তম জ্ঞানপীঠ পুরস্কারের (Jnanpith Awards) ঘোষণা হল শনিবার। শনিবার, ১৭ ফেব্রুয়ারি জ্ঞানপীঠ কমিটির তরফে এই তালিকা সামনে আনা হল। জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন উর্দু কবি গুলজার (Gulzar) এবং সংস্কৃত পণ্ডিত জগৎগুরু রামভদ্রাচার্য (Jagadguru Ramanandacharya)। এই দু’জনের নাম ঘোষণা করে জ্ঞানপীঠ নির্বাচন কমিটির বিবৃতিতে বলা হয়, ‘সংস্কৃত পণ্ডিত রামভদ্রাচার্য এবং উর্দু সাহিত্যিক গুলজারকে ২০২৩ সালের জ্ঞানপীঠ পুরস্কার দেওয়ার হয়েছে’।

আরও পড়ুন: ফরাসি ছবির উৎসবে বিশেষ উপহার পেলেন মিস্টার ইন্ডিয়া

১৯৪৪ সালে সূচনা হয় জ্ঞানপীঠ পুরস্কারের। প্রতি বছর সাহিত্যের সঙ্গে যুক্ত বাছাই করা ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।জ্ঞানপীঠ পুরস্কার কমিটির তরফে জানানো হয়েছে, উর্দু ও সংস্কৃত সাহিত্যে বিশেষ অবদানের জন্য দুজন বিশিষ্ট ব্যক্তিকে জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত করা হল।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-৪)

গুলজার, হিন্দি চলচ্চিত্রেও তাঁর অবদান অপরিসীম। হিন্দি সিনেমায় একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন গুলজার। ২০০২ সালে সাহিত্য অকাদেমি সম্মান পান তিনি, ২০১৩ সালে দাদাসাহেব ফালকে, ২০০৪ সালে পদ্মভূষণও পেয়েছিলেন। পাশাপাশি চিত্রকূটের তুলসীপীঠের প্রতিষ্ঠতা প্রধান রামভদ্রাচার্যকেও জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত করা হয়। হিন্দু ধর্মগুরু রামভদ্রাচার্য একশোটিরও বেশি বই লিখেছেন। সাহিত্যে বিশেষ অবদানের জন্য এবার তাঁকে জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত করা হয়।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular