Sunday, August 3, 2025
Homeরাজ্যভোট দিলেন বিশ্বের সবচেয়ে ছোট মহিলা
Jyoti Amge

ভোট দিলেন বিশ্বের সবচেয়ে ছোট মহিলা

ভোট দিয়ে জ্যোতি আমগে বললেন, এটা আমাদের অধিকার

Follow Us :

নয়াদিল্লি: ভোট দিলেন বিশ্বের সবচেয়ে কম উচ্চতার মহিলা জ্যোতি আমগে (Jyoti Amge)। বিশ্বের সবচেয়ে খাটো মহিলা জ্যোতি আমগে ভোটারদের কাছে আবেদন করলেন, সবাই যোন ভোট দেন। তিনি ভোট দিয়েছেন। তাঁর পুরো পরিবারের সঙ্গে ভোট দিয়েছেন। নাগরিক হিসাবে তাঁদের দায়িত্ব পালন করার জন্য প্রতিটি ভোটারের কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, এটা আমাদের কর্তব্য।

তিনি নাগপুরে জন্মগ্রহণ করেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তিনি বিশ্বের সবচেয়ে ছোট মহিলা। তাঁর উচ্চতা  ২ ফুট ০.৭ ইঞ্চি।
ভিডিওতে জ্যোতিকে বলতে শোনা যায়, আমি প্রত্যেক ভোটারের কাছে আবেদন করতে চাই, তাঁদের জানাতে চাই যে আমি আজ ভোট দিয়েছি পুরো পরিবারকে সঙ্গে নিয়ে। আমি আরও বেশি সংখ্যক লোককে আজ বেরিয়ে আসার এবং ভোট দেওয়ার জন্য অনুরোধ করতে চাই। এটি আমাদের দায়িত্ব, আমরা এই দেশের নাগরিক। এটা আমাদের অধিকার।

আরও পড়ুন: অতিরিক্ত তথ্য যুক্ত করার স্বার্থে মানিক ভট্টাচার্যকে সময় দিল সুপ্রিম কোর্ট

সাংবাদিকের প্রশ্নের জবাবে জ্যোতি বলেন, গরম, তবুও ভোট দিতে এসেছি। আরও বেশি সংখ্যক লোককে আসতে এবং ভোট দিতে উত্সাহিত করা দরকার। আমি সবসময় এই স্কুলে ভোট দিতে আসি, যেখানে আমি আমার শিক্ষা শেষ করেছি। আমার
যখন আমি এখানে থাকি তখন স্কুলের শিক্ষকরা সর্বদা আসেন। আমার সঙ্গে দেখা করেন, এটি সত্যিই ভাল লাগে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39