ওয়েব ডেস্ক: সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল একটি ভিডিয়ো। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে , উত্তরপ্রদেশের মির্জাপুর রেল স্টেশনে সাতজন কানওয়ার যাত্রী, এক CRPF জওয়ানকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করছেন। যদিও, সেই ভিডিয়োর সত্যতা যাটাই করেনি কলকাতা টিভি অনলাইন। তবে, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, গত ৯ জুলাই ঘটনাটি ঘটেছে।
সমাজমাধ্যমে প্রকাশ করা ভিডিয়োতে দেখা গিয়েছে, মির্জাপুর স্টেশনের ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ওই CRPF জওয়ান ব্রহ্মপুত্র মেল ধরার জন্য স্টেশনে এসেছিলেন। টিকিট কাটার সময়ে তাঁর সঙ্গে ৭ জন কানওয়ার যাত্রীর বচসা শুরু হয়। ধীরে ধীরে তা পৌঁছায় হাতাহাতিতে। সে সময়ই ওই জওয়ানকে মাটিতে ফেলে মারধর করার অভিযোগ রয়েছে ওই ৭ জন কানওয়ার যাত্রীর বিরুদ্ধে। সিটিটিভি ফুটেজেও সেই দৃশ্যও ধরা পড়েছে। যা এখন সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল। যদিও , সেই ভিডিয়োর সত্যতা যাটাই করেনি কলকাতা টিভি অনলাইন।
In UP’s Mirzapur, a CRPF personnel was brutally assaulted by the Kanwariyas at the railway station.
Who will speak for him?
The answer is: Nobody. pic.twitter.com/7gDVmqqRsW— Sumit (@SumitHansd) July 19, 2025
আরও পড়ুন: বাংলা বলতেই দিল্লি থেকে বিতাড়িত! বাংলাদেশে ঠাঁই হল পরিবারের
ভিডিয়োতে দেখা যাচ্ছে, গেরুয়া বসন পরা সাতজন ব্যক্তি ওই জওয়ানের পথ আটকান, এবং তাঁকে মারধর করতে শুরু করেন। পর পর আঘাতের ফলে ভারসাম্য রাখতে পারেন না ওই জওয়ান, তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তখন মাটিতে পড়ে থাকা অবস্থাতেই তাঁকে লাথি মারতে থাকেন ওই সাত জনের মধ্যেই এক ব্যক্তি। ঘটনার সময় আশেপাশে প্রচুর লোক জমে যায়। তাঁদের মধ্যেই একজন ওই জওয়ানকে উঠতে সাহায্য করেন। মির্জাপুরের RPF ইনচার্জ চমন সিং তোমার জানান, মারধরের খবর পেয়ে আরপিএফ (RPF) দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। সমস্ত তথ্য-প্রমাণ খতিয়ে দেখে ওই ৭ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই ঘটনায় স্বভাবতই দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।
দেখুন আরও খবর