কলকাতা: জুলাইয়ের শুরুতেই কানাডায় কপিল শর্মার (Kapil Sharma) ক্যাফেতে বন্দুকবাজের হামলা হয়। আচমকাই একটি গাড়ি করে এসে একদল দুষ্কৃতি কপিলের ক্যাফে (Kapil Sharma Cafe) লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়।দুর্যোগ কাটিয়ে উঠে ফের নতুনভাবে পথচলা শুরু করল কপিল-গিন্নির নতুন ক্যাফে। ধাক্কা সামলে উঠে ফের স্বপ্নপূরণের লক্ষ্যে পৌঁছানোর রাস্তায় ফের হাটছেন তাঁরা।
স্থানীয় পুলিশ কর্মকর্তারা কপিলকে সমর্থন জানাতে ক্যাফেতে বিশেষ পরিদর্শন করতে এসেছিলেন। স্থানীয় পুলিশ কর্মকর্তারা কপিলকে সমর্থন জানাতে ক্যাফেতে বিশেষ পরিদর্শন করতে এসেছিলেন। সেই ছবি ইতিমধ্যেই নিজের সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন কপিল ও গিন্নি দু’জনেই। সেখানেই দেখা যাচ্ছে তাদের ওই ক্যাফে কানাডার পুলিশবেষ্টিত। তবে প্রহরায় নয় বরং কপিলের ক্যাফেতে কবজি ডুবিয়ে ভূরিভোজ সারছেন তাঁরা। চলছে অতিথি আপ্যায়ন। সেই ছবি ভাগ করে নিয়ে কপিল অ গিন্নি ক্যাপশনে লিখেছেন, ‘ধন্যবাদ মেয়র ব্রেন্ডা লক এবং সমস্ত পুলিশ আধিকারিকদের যাঁরা আমাদের ক্যাফেতে এলেন ও আমাদের এতটা ভালোবাসলেন ও পথচলায় সামিল হলেন। আমরা সত্যিই আপনাদের কাছে কৃতজ্ঞ।’ কপিলের ক্যাফে নতুন করে খোলা হয়েছে। এর পরই এই কৌতুকাভিনেতা তাঁর ইনস্টাগ্রামে নিজের প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, তাঁকে যেভাবে সমর্থন করা হয়েছে, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
View this post on Instagram
আরও পড়ুন: ‘বাংলা ভাষা ছিল-আছে-থাকবে’, গর্জে উঠলেন প্রসেনজিৎ
অন্য খবর দেখুন