ওয়েব ডেস্ক : কাশ্মীরে (Kashmir) সন্ত্রাসবাদ ছড়ানোর অন্যতম মুখ সৈয়দ সালাউদ্দিন (Syed Salahuddin)। এবার তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল ভারতীয় বিচারবিভাগ। তাকে ফেরার ঘোষণা করল শ্রীনগরের বিশেষ আদালত। ওই জঙ্গি আত্মসমর্পণ না করলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে জানানো হয়েছে আদালতের তরফে।
অভিযোগ, ওই জঙ্গি কাশ্মীরে বসেই স্থানীয় যুবকদের বিপথে চালনা করেছে। হিজবুল মুজাহিদ্দিনকে কাজে লাগিয়ে কাশ্মীরে একের পর এক সন্ত্রাস চালিয়ে গিয়েছে সালাউদ্দিন। জঙ্গি গোষ্ঠী হিজবুলের প্রতিষ্ঠাতা সালাউদ্দিনের (Syed Salahuddin) বিরুদ্ধে ইতিমধ্যে তদন্ত চালাচ্ছে এনআইএ। আত্মসমর্পণ না করলে তার সমস্ত সম্পত্তি এবার বাজেয়াপ্ত হতে পারে।
আরও খবর : প্রধানমন্ত্রীর শেষ চার বছরে বিদেশ সফরে খরচ কত হয়েছে জানেন? দেখুন
মহম্মদ ইউসুফ শা আলিয়াস সইদ সালাউদ্দিন (Syed Salahuddin) বুদগামের শইবাগ এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে অভিযোগ, এই জঙ্গি নেতা ১৯৯৩ সাল থেকে পাক অধিকৃত কাশ্মীরে বসে ভারতে একের পর এক সন্ত্রাসবাদী হামলা চালিয়ে যাচ্ছে। যুবকদের ভুল পথে চালিত করে কাশ্মীরে সন্ত্রাসবাদী সাম্রাজ্য তৈরি করেছিল এই জঙ্গি নেতা। তার বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের অধীনে (ইউএপিএ) অপরাধী বলেও ঘোষণা করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফেও এই জঙ্গিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এবার তাকে ফেরার ঘোষণা করেছে কাশ্মীরের আদালত। এনআইএ আবেদন মেনে কাশ্মীরের বিশেষ আদালত সালাউদ্দিনকে ফেরার ঘোষণা করেছে।
জানা যাচ্ছে, বর্তমানে পাকিস্তানেই (Pakistan) রয়েছে এই জঙ্গি নেতা। তাকে আশ্রয় দিয়েছে পাক সরকার। শুধু সালাউদ্দিন একা নয়, তার দুই ছেলেকেও নিরাপদ হেফাজতে রাখা হয়েছে পাকিস্তানে। অন্যদিকে বিভিন্ন জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানকে একাধিক তথ্য দিয়েছে ভারত। কিন্তু তা সত্বেও তাদের বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি।
দেখুন অন্য খবর :