বর্ধমান: কাটোয়া মহকুমা হাসপাতালে (Katwa Sub-Divisional Hospital) দীর্ঘ চারমাস ধরে খারাপ এক্স রে মেশিন (Bad x-ray machine)। চরম দুর্ভোগে রোগীরা। গাঁটের কড়ি খরচা করে বাইরে থেকে করিয়ে আনতে হচ্ছে এক্স রে। পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা হাসপাতালে শুধু কাটোয়া মহকুমার রোগী নয়, পাশের তিন জেলা মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া থেকেও বহু রোগী আসেন। সব সময় কাটোয়া মহকুমা হাসপাতালে রোগীর চাপ থাকে। বহির্বিভাগে রোগীর সংখ্যা দিনে হাজারখানেক ছাড়িয়ে যায়। অন্তত কয়েকশো রোগীর প্রয়োজন হয় এক্স রে করার প্রয়োজন হয়। সেই এক্স রে মেশিন চারমাস ধরে কাটোয়া মহকুমা হাসপাতালে খারাপ হয়ে যাওয়াতে সমস্যায় রোগী ও রোগীর পরিবারের সদস্যরা।
পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা হাসপাতালে শুধু কাটোয়া মহকুমা,মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া জেলার রোগী এখানে আসেন। বিনাপয়সায় যেখানে রোগীরা চিকিৎসা করানোর জন্য সরকারি হাসপাতালে আসে ,সেই সরকারি হাসপাতালে এসে পকেটের পয়সা খরচা করে অ্যাম্বুলেন্স ভাড়াকরে বাইরে থেকে এক্সরে করিয়ে আনতে হচ্ছে রোগীদের। চরম দুর্ভোগে পড়েছেন রোগী পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: ভিকি খুনে গ্রেফতার অর্জুন সিংয়ের ভাইপো পাপ্পু
হাসপাতালে সুপার জানান, বহুদিনের পুরনো মেশিন, তার উপর বিকল হওয়াতে সমস্যা হয়েছে। তবে পোর্টেবল একটি মেশিন থাকায় আশঙ্কাজনক রোগীদের ওটা দিয়ে এক্সরে করা হচ্ছে। গোটা বিষয়টা জানানো হয়েছে স্বাস্থ্য দফতরে। খুব তাড়াতাড়ি নতুন মেশিন আসবে।
আরও অন্য খবর দেখুন