কলকাতা: লাগাতার বৃষ্টিতে একের পর এক থামে ফাটল দেখা গিয়েছে নিউ গড়িয়া মেট্রো স্টেশনে। বসে যাচ্ছে মেট্রো স্টেশনের বিভিন্ন অংশ। তার জেরে বন্ধ নিউ গড়িয়া মেট্রো স্টেশন। বড়সড় দুর্ঘটনার আশঙ্কা এবার নিউ গড়িয়া মেট্রো স্টেশনের (New Garia Metro Station) গোটাটাই সংস্কারের সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। গত সোমবার থেকে বন্ধ পরিষেবা। এবার পুরো স্টেশন ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। সম্পূর্ণ ভেঙে নতুন করে তৈরি করা হবে নতুন স্টেশন। ইতিমধ্যেই ই-টেন্ডার জারি করেছে কলকাতা মেট্রো।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো যাতায়াত করে ব্লু লাইনের। প্রতিদিন হাজার হাজার যাত্রীর যাতায়াত। কবি সুভাষ স্টেশনটি (Kavi Subhas metro station) হল মূলত নিউ গড়িয়া অঞ্চলের জন্য। সেই স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় অসুবিধায় পড়ছেন নিত্যযাত্রীরা। মোট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে খবর, অতিরিক্ত বৃষ্টির জেরে ফাটল ধরেছে দক্ষিণেশ্বরমুখী আপ প্ল্যাটফর্মের ৪টি পিলারে। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে। মেট্রো সূত্রে খবর, মোট ৯ কোটি ৪২ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হবে নতুন মেট্রো স্টেশন। মাত্র ১৫ বছরেই বেহাল নিউ গড়িয়া মেট্রো স্টেশন। শুধু পিলার নয়, বসে যাচ্ছে নিউ গড়িয়া মেট্রো স্টেশনের বিভিন্ন অংশ, খবর সূত্রের। বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কায়, গোটা মেট্রো স্টেশনই সংস্কারের সিদ্ধান্ত কর্তৃপক্ষের। নতুন করে স্টেশন তৈরি করতে নূন্যতম ৬-৭ মাস সময় লাগবে। সেই সময় এক বছরও পেরিয়ে যেতে পারে। এর জেরে দক্ষিণ শহরতলীর রেলযাত্রী এবং সাধারণ মানুষের জন্য দুর্ভোগ আরও চরমে উঠবে।
আরও পড়ুন: পোস্টিং সংক্রান্ত মামলায় রাজ্যের আর্জি খারিজ হাইকোর্টের
২০১০-এর অক্টোবরে মহালয়ার দিন চালু হয় নিউ গড়িয়া মেট্রো স্টেশন। প্ল্যাটফর্মের ৪টি পিলারে ফাটল ধরেছে। প্রশ্ন উঠছে, যেখানে অন্যান্য অনেক মেট্রো স্টেশন ৪০ বছরের পুরনো, সেখানে ১৫ বছরের মধ্য়েই কেন সমস্যা দেখা দিল এখানে? প্রশ্নের মুখে মেট্রো রেলের পরিকাঠামোগত রক্ষণাবেক্ষণ। সূত্রের খবর, ইতিমধ্যেই নিউ গড়িয়া মেট্রো স্টেশনে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের অস্থায়ী বদলির নির্দেশ দেওয়া হয়েছে।
অন্য খবর দেখুন