Tuesday, August 26, 2025
HomeScrollবাবা রামদেবের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি কেরল আদালতের

বাবা রামদেবের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি কেরল আদালতের

কেরল: বিভ্রান্তিকর বিজ্ঞাপন ছড়ানোর দায়ে ফের আদালতের কোপে যোগগুরু রামদেব (Yogaguru Ramdev)   ও তার সহযোগী আচার্য বালকৃষ্ণ (Acharya Balakrishna)। এবার কেরল আদালত (Kerala Court) দুজনের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা (Non-bailable warrants) জারি করল।

পতঞ্জলির অধীনস্থ দিব্য ফার্মাসির বিরুদ্ধে বিভ্রান্তিকর বিজ্ঞাপন ছড়ানোর অভিযোগ রয়েছে। সেই মামলার শুনানি চলছে পালাক্কড়ের জুডিশিয়াল ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আদালতে। এই মামলায় গত ১ ফেব্রুয়ারি যোগগুরু রামদেব সহ আচার্য বালকৃষ্ণকে আদালতে হাজিরার নির্দেশ ছিল। কিন্তু হাজিরা এড়িয়ে যান দুজনেই।

আরও পড়ুন: ‘দালান ভাঙলেও, ইতিহাস মুছতে পারবে না, ইউনুসকে হুঁশিয়ারি

দিব্য ফার্মেসির কিছু বিজ্ঞাপন ঘিরে কেরলের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি ফৌজদারি মামলা রুজু হয়েছে। অ্যালোপ্যাথি-চিকিৎসাকে অবজ্ঞা করা সহ রোগ নিরাময়ের ক্ষেত্রে অপ্রাসঙ্গিক দাবির অভিযোগ রয়েছে। কেরলের কোঝিকোড়ের আদালতেও এ সংক্রান্ত একটি মামলা বিচারাধীন রয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের অক্টোবরে, এই অভিযোগের জন্য বাবা রামদেব এবং অন্যান্যদের বিরুদ্ধে কেরালায় একটি মামলা দায়ের করা হয়। গত ১৬ জানুয়ারি প্রথম পালাক্কড়ের আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল রামদেব ও বালকৃষ্ণের। কিন্তু হাজিরা দেননি তাঁরা। পরে হাজিরা না দেওয়ায় ১ ফেব্রুয়ারি তাদের হাজিরা দিতে বলা হয়। সেই হাজিরাও এড়িয়ে যান দুজনেই। এবার জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হল। আগামী ১৫ ফেব্রুয়ারি হাজিরার  নির্দেশ।

এই প্রথমবার নয় যখন পতঞ্জলি তার বিজ্ঞাপনের জন্য সমালোচনার মুখোমুখি হয়েছে। অতীতে, পতঞ্জলির করোনিল পণ্য দিয়ে কোভিড-১৯ নিরাময়ের বিষয়ে একই রকম দাবি বিতর্কের জন্ম দিয়েছে এবং নিয়ন্ত্রকদের পদক্ষেপের মুখোমুখি হয়েছে।

পতঞ্জলিকে তার বিজ্ঞাপনে যাচাই না করা দাবি করার জন্য একাধিকবার দোষারোপ করা হয়েছে।

উদাহরণস্বরূপ, কোভিড-১৯ মহামারীর সময়, পতঞ্জলি তাদের করোনিল পণ্য বাজারে এনেছিল, সেইসময় আয়ুর্বেদ সংস্থাটি দাবি করেছিল যে এটি ভাইরাসের নিরাময়কারী। যা নিয়ে বিতর্ক তৈরি হয়। যদিও কোম্পানিটি অবশেষে তাদের অবস্থান স্পষ্ট করে এবং করোনিলকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী ওষুধ বলে জানায়।

দেখুন অন্য খবর:

 

Read More

Latest News