ওয়েবডেস্ক- কিম -পুতিন (Kim-Putin) আরও কাছাকাছি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russian President Vladimir Putin) ও ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মধ্যে সাক্ষাতের পরেই, এবার পুতিন ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন (North Korean President Kim Jong Un) এর মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হতে চলেছে। আমেরিকার (America) বিরুদ্ধে যে কোন ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে, উত্তর কোরিয়া সংশ্লিষ্ট দেশের পাশে সমস্ত শক্তি নিয়ে দাঁড়াতে প্রস্তুত বলে ইতিমধ্যেই জানিয়েছে।
রাশিয়ার (Russia) সঙ্গে উত্তর কোরিয়ার ( North Korea) দীর্ঘ বন্ধুত্বের সম্পর্ক আরো নিবিড় হতে চলেছে।
আলাস্কায় ইউক্রেনের বিষয় নিয়ে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের মধ্যে আলোচনা শেষ হতেই, এবার কিম ও পুতিনের মধ্যে সাক্ষাৎকে ঘিরে আলোড়ন শুরু হয়েছে বিশ্বজুড়ে। ইতিমধ্যেই রাশিয়া উত্তর কোরিয়ার বন্ধুত্বের সম্পর্কের পরিপ্রেক্ষিতে কয়েক হাজার উত্তর কোরিয়ান ওয়ার্কার রাশিয়ায় বিভিন্ন কনস্ট্রাকশন প্রজেক্ট এ নির্মাণ কার্যের সঙ্গে যুক্ত রয়েছে।
ইতিমধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়াকে ইউক্রেন যুদ্ধে সৈন্যবাহিনী ও সমরাস্ত্রের সাহায্যে কথা জানিয়েছেন। এই সপ্তাহেই রাশিয়া নতুন করে ইউক্রেনের বিরুদ্ধে আরও শক্তিশালী সমরাস্ত্রে সজ্জিত সেনাবাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন- মার্কিন সফরে যাচ্ছেন মোদি, হতে পারে ট্রাম্পের সঙ্গে বৈঠক!
ইউক্রেনের দোব্রোপিলিয়াতে ইতিমধ্যেই প্রায় ১০ কিলোমিটার ভিতরে ঢুকে রয়েছে রাশিয়ান বাহিনী। রাশিয়া – ইয়ং ইয়ং এর মধ্যে দীর্ঘ বন্ধুত্বের বন্ধন অটুট থাকার কারণে রাশিয়াকে সমস্ত রকম সহযোগিতা করতে প্রস্তুতির কথা জানিয়েছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। যে সময়কালে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সহ- পশ্চিম এ দুনিয়ার পক্ষ থেকে রাশিয়ার ওপর বিভিন্ন ধরনের অনৈতিক নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে উত্তর কোরিয়ার পক্ষ থেকে দশ হাজার উত্তর কোরিয়ান সেনাকে রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে লড়ার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
পাশাপাশি উত্তর কোরিয়ার পক্ষ থেকে রাশিয়াকে বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তি সম্পন্ন ক্ষেপণাস্ত্র আর্টিলারি সেল সহ বিভিন্ন ধরনের সমরাস্ত্র পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে উত্তর কোরিয়া থেকে আরও কয়েক হাজার শ্রমিককে রাশিয়ার বিভিন্ন অংশে নির্মাণ কার্যে সহযোগিতা করার জন্য পাঠানো হচ্ছে। উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার এই ঘনিষ্ঠতাকে ভালো চোখে দেখছে না মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমী দুনিয়া।
দেখুন আরও খবর-