ওয়েব ডেস্ক: বিগত ২৫ বছর পর স্মৃতি ও অমরের হাত ধরে হিন্দি টেলিপর্দায় ফিরেছে ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’ (Kyunki Saas Bhi Kabhi Bahu Thi 2)। ২৯ জুলাই থেকে স্টারপ্লাস ও জিও হটস্টারে (Star Plus and Jio Hotstar) এই ধারাবাহিক সম্প্রচারের পর থেকেই দর্শকদের মনে উন্মাদনা তুঙ্গে। টিভির পর্দা থেকে আর চোখ সরছে না দর্শকদের। নিত্যনতুন টুইস্টে মোড়া গল্পে প্রতিটি পর্ব হয়ে উঠছে অতুলনীয়। দর্শকদের উন্মাদনা দেখে আগেই আন্দাজ করা গিয়েছিল। এবার সেই আন্দাজেই শিলমোহর পড়ল। টেলিভিশন ভিউয়ারশিপ রেটিংয়ের তালিকায় শীর্ষস্থান ছিনিয়ে নিল ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’ (Kyunki Saas Bhi Kabhi Bahu Thi 2)। গত ৫ বছরের সব রেকর্ডকে ছাপিয়ে হিন্দি টেলিদুনিয়ায় নয়া ইতিহাস গড়ল এই জনপ্রিয় শো। বহুবছর ধরে টেলি দুনিয়ায় জনপ্রিয়তা কুড়িয়েছে রুপালি গঙ্গোপাধ্যায়ের ‘অনুপমা’। কিন্তু ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’ এর আগমন ঘটতেই টিআরপি গেল স্মৃতির জনপ্রিয় শো এর দখলে।
নতুন এই শো শেষ থেকে শুরুর মতোই। তুলসী ভিরানির যাত্রার শেষ থেকেই লেখা হয়েছে গল্প। তবে দু’যুগ পর ফিরে নতুন যুগকে সঙ্গী করেই গল্প বুনেছেন পরিচালক। তুলসীর শান্তিনিকেতনে শুধু বাড়ির মেয়েরা নয়, পরিবারের পুরুষদেরও ঠাই মিলেছে হেঁশেলে। হেঁশেলে পুরুষ ও মেয়েদের সমান দায়িত্বই কি মনে ধরল দর্শকদের? টেলিভিশন ভিউয়ারশিপ রেটিংয়ে শীর্ষে থাকার নেপথ্যে কী গল্পের এই নয়া টুইস্টই? এমনটাই মনে করছেন হিন্দি টেলিদুনিয়া। বার্ক (BARC) সূত্রে জানা গিয়েছে, ২.৫ টিভিআর নিয়ে গত ৫ বছরের সব হিন্দি ধারাবাহিকের রেটিংকে পিছনে ফেলেছে ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’। এমনকি ‘অনুপমা’র জনপ্রিয়তাকেও টপকে গিয়েছে এই শো।
আরও পড়ুন: রাখিতে সুশান্তের স্মৃতিতে আবেগঘন বোন শ্বেতা
সম্প্রতি ‘অনুপমা’ ২.১ রেটিং নিয়ে তৃতীয় স্থানে নেমে এসেছে। মূলত টেলিপর্দায় সম্প্রচার শুরুর ৭ দিনের মধ্যে বেশিরভাগ ফিকশন শো টেলিভিশন ভিউয়ারশিপ রেটিংয়ে শীর্ষে আসে না। তবে এই ধারণাকে মুছে ফেলেই স্মৃতি ইরানি সাফল্য ছিনিয়ে নিয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হিন্দি টেলিদুনিয়ায় এটি এক নয়া মাইলস্টোন। ভিরানি পরিবারের নতুন প্রজন্মের ‘শিক্ষা-সংস্কৃতি’ দেখে মুগ্ধ হচ্ছেন দর্শকরা। দর্শকদের এই ভালোবাসাই স্মৃতিকে এই নয়া মাইলস্টোন উপহার দিয়েছেন।
দেখুন অন্য খবর