কলকাতা: কথায় আছে, বাঙালির বারো মাসে তেরো পার্বন। তেরো পার্বনের অন্যতম শ্রেষ্ঠ পার্বন দুর্গাপুজো (Durga Puja 2025)। পুজোর শুরু মহালয়া (Mahalaya 2025)। আর মহালয়া মানেই নস্ট্যালজিয়া। টেলিভিশনের পর্দায় কোন অভিনেত্রীকে ‘মহিষাসুরমর্দিনী’ (Mahisasurmardini) অবতারে দেখা যাবে তা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে গোটা জাতি। এবছর পুজোয় কাকভোরে কার দেখা মিলবে? চলুন জেনে নিই…।
ইতিমধ্যেই চ্যানেলগুলির তরফে শুরু হয়ে গিয়েছে মহালয়ার শুটিং। কোয়েল মল্লিকও (Koyel Mallick) সম্প্রতি শুটিংয়ের মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। তবে কোন চ্যানেলের জন্য দুর্গারূপে ধরা দেবেন তিনি? সেটা তখনও ফাঁস করেননি। এবার ‘মহিষাসুরমর্দিনী’র প্রোমো-সহ চমক দিলেন টলিউড ক্যুইন।
আরও পড়ুন: দাদু কিশোর কুমারের জন্মদিনে বাবার সঙ্গে স্টেজে গান গাইবেন নাতনি মুক্তিকা!
যদিও এটাই প্রথম নয়, এর আগেও বহুবার তাঁকে দুর্গারূপে দেখা গেছে। ২০১৫ সালে জি বাংলার ‘মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠানে তাঁর দুর্গা রূপ যথেষ্ট প্রশংসিত হয়েছিল। পরে ২০১৭ সালে স্টার জলসার ‘দুর্গা দুর্গতিনাশিনী’তেও তাঁকে একই ভূমিকায় দেখা যায়। এর পাশাপাশি ২০১৮, ২০১৯ এবং ২০২১ সালেও তিনি মহালয়ার বিশেষ অনুষ্ঠানে দেবী দুর্গার চরিত্রে অভিনয় করেন। এমনকি ২০২৩ সালেও স্টার জলসার ‘মহিষাসুরমর্দিনী’তে তাঁকে দেখা গিয়েছিল।
২০২৫ সালের মহালয়ার ভোরে ফের স্টার জলসার পর্দায় কোয়েল মল্লিককে দুর্গারূপে দেখা যাবে। চ্যানেল কর্তৃপক্ষ তাঁর জনপ্রিয়তায় ভরসা রেখেই ফের তাঁকে এই গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়ে এসেছে। প্রোমো দেখেই বোঝা যাচ্ছে, এবার তাঁর মধ্যে থাকবে নতুন কিছু চমক। তবে শুধু কোয়েল নন, এবারের মহালয়ার আয়োজন আরও সমৃদ্ধ। তৃণা সাহা থাকছেন দেবী অন্নপূর্ণার ভূমিকায় এবং ‘পরশুরাম’ ধারাবাহিকের ইন্দ্রজিৎ বসু থাকছেন শিবের চরিত্রে। সব মিলিয়ে এবারের স্টার জলসার মহালয়া অনুষ্ঠানে দর্শকদের জন্য থাকছে এক বিশেষ ভিজ্যুয়াল অভিজ্ঞতা।
দেখুন আরও খবর: