Sunday, August 3, 2025
Homeকলকাতাকার্নিভালে মেট্রো পরিষেবা ক'টা পর্যন্ত জানুন

কার্নিভালে মেট্রো পরিষেবা ক’টা পর্যন্ত জানুন

Follow Us :

কলকাতা: আকাশে-বাতাসে এখন বিসাদের সুর। তবে পুজো শেষ হলেও কিন্তু পুজোর রেশ রয়ে গিয়েছে তিলোত্তমায় (Kolkata)। কারণ, ২৭ অক্টোবর রয়েছে কলকাতায় পুজো কার্নিভাল। রাজ্য সরকারের আয়োজতি বিশেষ শোভাযাত্রা, যেখানে অংশ নেবে শহরের বিশেষ বিশেষ পুজোগুলি। আর প্রতি বছর দুর্গাপুজোর কার্নিভালকে কেন্দ্র করে রেড রোডে প্রচুর মানুষের ভিড় হয়। সেই কথা মাথায় রেখেই মানুষের সুবিধার্থে বিশেষ সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো। কার্নিভালের দিন মিলবে বাড়তি পরিষেবা।

এদিন মেট্রো ব্লু লাইনে, অর্থাৎ উত্তর-দক্ষিণ করিডোরে মিলবে বিশেষ পরিষেবা। মধ্যরাত পর্যন্ত মেট্রো চলবে । ওইদিন ২৩৪টির পরিবর্তে ২৫২টি মেট্রো পাওয়া যাবে।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর উদ্দেশে দিনের প্রথম মেট্রো ভোর ৬টা ৫০ মিনিটে। দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে প্রথম মেট্রো ছাড়বে ভোর ৬টা ৫০ মিনিটে। আবার, দমদম থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে দিনের প্রথম মেট্রো ভোর ৬টা ৫৫ মিনিটে।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের জন্য প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়।

আরও পড়ুন: কার্নিভালের দিন বিশেষ বাস পরিষেবা 

অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে দিনের শেষ মেট্রো রাত ৯টা ২৮ মিনিটের পরিবর্তে ১০টা ৫৮ মিনিটে।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে দিনের শেষ মেট্রো পরিষেবা রাত সাড়ে ৯টার পরিবর্তে রাত্রি ১১টায়।
এদিকে আবার, দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে শেষ মেট্র রাত্রি ৯টা ৪০ মিনিটের পরিবর্তে রাত্রি ১১টা ১০ মিনিটে ছাড়বে।
কবি সুভাষ থেকে দমদমের জন্য শেষ মেট্রো রাত্রি ৯টা ৪০ মিনিটের পরিবর্তে ছাড়বে রাত্রি ১১টা ১০ মিনিটে।

অন্য খবর দেখুন:

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39