Sunday, August 17, 2025
HomeScrollগড়িয়াহাটে দেবাশিস কুমার, শুরু হকার সার্ভে
Hawker Survey

গড়িয়াহাটে দেবাশিস কুমার, শুরু হকার সার্ভে

নিউমার্কেট এলাকা পরিদর্শনে ফিরহাদ হাকিমের সহ কমিটির সদস্যরা

Follow Us :

কলকাতা: সরকারি জমিতে জবরদখল করে হকারি নিয়ে উষ্মাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি সাফ জানিয়েছেন, এক মাসের মধ্যে রাস্তা ছেড়ে দিতে হবে হকারদের (Hawkers Eviction)। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তৎপর কলকাতা পুরসভা। ইতিমধ্যে হকার অভিযানে নেমেছে পুলিশ প্রশাসন। শুক্রবার থেকে শুরু হল হকার সার্ভে করার কাজ। কারা বৈধ এবং কারা কারা অবৈধ ভাবে ফুটপাত দখল করে বসে আছে। তাদের তালিকা তৈরি করার কাজ শুরু হল আজ থেকে। নেত্রীর নির্দেশমতো শুক্রবার রাস্তায় নামলেন বিধায়ক তথা মেয়র পারিষদ দেবাশিস কুমার। গড়িয়াহাট ঘুরে দেখেন তিনি। এদিন দেবাশিস কুমারকে ঘিরে বিক্ষোভ দেখায় হকাররা। পাশাপশি এদিন পুরসভায় (Kolkata municipality) পাওয়ার কিমিটি বৈঠক করে। বিশেষ করে প্রাথমিক ভাবে নিউ মার্কেট (New Market), গড়িয়াহাট (Gariahat) এবং হাতি বাগানের পরিস্তিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর সন্ধ্যায় ফিরহাদ হাকিমের নেতৃত্বে কমিটির সদস্যরা নিউমার্কেট এলাকা পরিদর্শনে যান।

মেয়র পরিষদ হাকর পূর্নবাসন বিভাগ দেবাশিস কুমার এবং ৮৬ নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর সৌরভ বসু কলকাতা পুলিশের আধিকারিকদের নিয়ে গড়িয়াহাট মার্কেটে হকারদের নিয়ে সার্ভে শুরু করেন। প্রত্যেক হকারদের একটা করে ফর্ম দেওয়া হয়। যেখানে সেই হকারেরদের বিস্তারিত তথ্য থাকবে। আর সেই তথ্য অনুযায়ী সার্ভে রিপোর্ট জমা পড়বে বলে জানালেন মেয়র পরিষদ তথা রাস বিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশীষ কুমার। তার পরিষ্কার বক্তব্য মুখ্যমন্ত্রী নির্দেশ যে পালন করে অভিযান চলবে। তবে উচ্ছেদ নয় তাদেরকে একটা সিস্টেমের মধ্যে দিয়ে হকারী করার আবেদন জানানো হচ্ছে। যাতে শহরকে দৃষ্টিদূষণ থেকে মুক্ত রাখা যায়।

আরও পড়ুন: ফের হাওড়ায় প্রশাসক সুজয়ের সঙ্গে শিবপুরের বিধায়ক মনোজের বিরোধ প্রকাশ্যে

একদিকে হকার অন্যদিকে বেআইনি পার্কিং নিয়েও কলকাতা পুরসভা অভিযানের কথা জানালেন মেয়র পরিষদ পার্কিং বিভাগ দেবাশিস কুমার। হকারদের পাশাপাশি বেআইনি পার্কিয়ের বিষয়ও খতিয়ে দেখা হয়। তিনি জানান কলকাতায় কোথায় বেআইনি বা আইনি পার্কিং আছে তার সমস্ত তালিকাবদ্ধ ভাবে কলকাতা পুরসভা ওয়েবসাইটে দেওয়া আছে। এছাড়া গড়িয়াহাট যাতে দুই দিকে নয় একদিকেই হকার বসে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানালেন তিনি। এদিন কলকাতা পুলিশ , পৌর সংস্থার আধিকারিক এবং আইটি দফতরের আধিকারিকরা গড়িয়াহাট মার্কেট অঞ্চলে সার্ভে করে তথ্য গ্রহণ করেন। মুখ্যমন্ত্রী নির্দেশ অনুযায়ী বেআইনি বহিরাগত হকার দের সরিয়ে দিতে হবে । আর যারা স্থানীয় রাজ্যের মানুষ তাদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই অনুযায়ী আজ থেকেই গড়িয়াহাট মার্কেট দিয়ে কলকাতা পুরসভার সার্ভে কাজ শুরু হল।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Narendra Modi | BJP | বাংলাভাষায় ব্যাকফুটে বিজেপি, সামাল দিচ্ছেন মোদি! কী প্রতিক্রিয়া তৃণমূলের?
03:01:11
Video thumbnail
Kunal Ghosh | অভয়ার মূর্তি নিয়ে কুণাল ঘোষের মন্তব্যে তীব্র জল্পনা, কী জানালেন ডা. অনিকেত মাহাত?
03:07:45
Video thumbnail
Politics | ভোটের মুখেই বেঙ্গল ফাইলস, ধর্মের সুড়সুড়ি না কি ভাই?
05:52
Video thumbnail
Howrah | Janmashtami | জন্মাষ্টমীর রাতে ‘তাসের দেশ’, এই অনুষ্ঠান মন ভালো করবে আপনারও
02:36
Video thumbnail
Politics | বাদ পড়ল সংখ্যালঘু ভোটার, কোনখানে দাঁড়িয়ে বিহার?
04:44
Video thumbnail
Politics | বিজেপি বো/মা বলল বাজিকে! এইভাবে ভোটে ছিঁড়বে কি শিকে?
04:51
Video thumbnail
Politics | মহাত্মা গান্ধীর মাথায়, সাভারকরকে কারা বসায়!
05:07
Video thumbnail
Politics | বিজেপির নয়া সিলেবাসে দেশভাগের দায় কংগ্রেসের
05:44
Video thumbnail
Politics | তিন বছর পরে ফের ভোট গণনায় জয়ী এইবারে
05:36
Video thumbnail
Dugra Puja | সমাজসেবী সংঘের দুর্গাপুজোর ৮০ তম বর্ষ, পুজোর থিম 'পথের পাঁচালি ১৯৪৬'
03:23