কলকাতা: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশের পর, কলকাতা পুরসভা (KMC) শহরের ১৬টি বরো-তে, ১৪৪টি ওয়ার্ডে মোট ৪৮৭টি নির্দিষ্ট খাদ্যক্ষেত্র (feeding zones) নির্ধারণ করেছে। এসব এলাকায় মাতব্বরের খাবার দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে— প্রতিদিন সকালে ৭টার আগে এবং রাতে ৭টার পর, প্রতিটিতে দুই ঘণ্টা সময় দেওয়া হয়েছে। রথ পথে কুকুরদের খাওয়ানো হলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে, এবং জরিমানা হতে পারে।
আরও পড়ুন: ফের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু কলকাতায়
সিভিক সংস্থাটি একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিজার (SOP) জারি করেছে, যেখানে বলা হয়েছে খাবার প্রদান শেষে খাদ্য অবশিষ্টাংশ ‘পরিষ্কার-পরিচ্ছন্নভাবে’ অপসারণ করা উচিত।
সবচেয়ে উল্লেখযোগ্য জায়গাগুলোর মধ্যে রয়েছে, শ্যামপুকুর স্ট্রিট, কনভেন্ট লেন, পথুরিয়াঘাটা স্ট্রিট, মট লেন, দ্য লেক, মনোহর পুকুর রোড, হাজরা রোড, নিউ আলিপোর ও তারাতলা ব্রেস ব্রিজের আশেপাশের পথ।
এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন একাধিক প্রাণী অধিকারকর্মী, তবে কিছু উদ্বেগও প্রকাশ করেছেন — যেমন, একই রাস্তায় সংক্ষিপ্ত দুরত্বে অনেক কুকুর খাবার খেলে যুদ্ধ, বা পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা না হলে লোকসমাজে বিরক্তি দেখা দিতে পারে।
দেখুন আরও খবর: