কলকাতা: কোকিলের কুহুতান, মৃদুমন্দ হাওয়ার দোলা, গাছে গাছে পলাশ-শিমূল-আমের মুকুল, কৃষ্ণচূড়ার লাল আভা, বাতাসে মিশেছে বসন্তের গন্ধ। শীতের আমেজ এখনও পুরোপুরি উধাও হয়নি। ভোরে দিকে হালকা শীত শীত ভাব রয়েছে। সকাল ও সন্ধ্যায় আবহাওয়া মনোরমই থাকবে। যদিও বেলা বাড়লে রোদের তাপে ছ্যাঁকা লাগছে। বেলা বাড়লে গরম বাড়বে, পূর্বাভাস হাওয়া অফিসের। দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ থাকবে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা। বৃষ্টি হলেও তার মধ্যে সারা রাজ্যের তাপমাত্রা এক লাফে অনেকটা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এখনও সহনীয় গরম শহর কলকাতা। কলকাতায় দিনভর পরিষ্কার আকাশ থাকবে। সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ টের পেতে পারে শহরবাসী। সকালের দিকে আরাম দিচ্ছে হালকা উত্তর-পশ্চিমের হাওয়া। তবে বেলা বাড়লে গরম বাড়বে। সপ্তাহের শুরু থেকেই ক্রমশ বাড়বে তাপমাত্রা। কলকাতায় সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম।
আরও পড়ুন: টিকিট না পেয়ে পদ থেকে ইস্তফা দিতে চান সায়ন্তিকা? জল্পনা
আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা (Temperature May Rise)। এই সপ্তাহে রাজ্যের কয়েকটি জেলায় তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসে (Temperature 34 Degree) পৌঁছবে। আগামী বৃহস্পতি শুক্রবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে কলকাতাতেও ! হাওয়া অভিসের পূর্বাভাস, বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার হালকা বৃষ্টির (Light Rain) পূর্বাভাস কলকাতাতেও। বৃহস্পতিবার অথবা শুক্রবার মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। তবে শনিবার থেকে আবহাওয়া পরিবর্তন হতে পারে। বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতার ,হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃহস্পতিবার এবং শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি হলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুকনোই থাকবে।বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের উত্তরের জেলাগুলিতে। দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকা এবং মালদা ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।
অন্য খবর দেখুন