ওয়েব ডেস্ক: ফের স্যানন পরিবারে বাজতে চলেছে বিয়ের সানাই? বোন নূপুরের বিয়ের (Nupur Sanon Wedding) ছবিতে ‘প্রেমিক’ কবীর বাহিয়ার সঙ্গে আরও কাছাকাছি কৃতী স্যানন (Kriti Sanon)। ‘প্রেমিকে’র বাহুলগ্না কৃতী, বিয়ের সানাই বাজল বলে!এর মধ্যেই হঠাৎ নতুন জল্পনার তৈরি হয়েছে বলিউড অভিনেত্রী কৃতি স্যাননের বিয়ে নিয়ে (Kriti Sanon Wedding Rumors)।
কৃতির (Kriti Sanon) প্রেমজীবন নিয়ে বহু দিন ধরেই বলিউড মহলে গুঞ্জন চলছে। শোনা যায়, ব্যবসায়ী কবীর বাহিয়ার (Kabir Bahia) সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন কৃতি। বিমানবন্দরে, পারিবারিক অনুষ্ঠানে কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডায়- বহু জায়গাতেই তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। নূপুরের বিয়ের মুহূর্তে কবীরই যেন প্রায় সবটাই প্রকাশ করে ফেললেন। সোশাল মিডিয়ায় কবীর নূপুরের বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করেন। তার মধ্যে একটি ছবিতে কৃতী ও কবীরকে দেখা গিয়েছে। সবুজ রঙের গাউনে অনবদ্য কৃতী। পাশে সাদা ব্লেজারে কবীর। বেশ ঘনিষ্ঠ ছবি দেখে প্রশ্ন উঠছে, বোন নূপুরের পর এবার কি পালা দিদি কৃতীর? ছাঁদনতলায় যাওয়া কি শুধু সময়ের অপেক্ষামাত্র? যদিও কবীর কিংবা কৃতীর তরফে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। লন্ডনের ব্যবসায়ী কবীর বাহিয়ার প্রেমেই নাকি একেবারে হাবুডুবু খাচ্ছেন কৃতী স্যানন। প্রেমিকের সঙ্গে কৃতীর বয়সের ফারাক ৯ বছরের। মাঝেমধ্যেই কৃতী এবং তাঁর প্রেমিককে ইতিউতি দেখাও যাচ্ছে। জানা গিয়েছে, এই কবীরের সঙ্গে দেখা করতে নাকি লন্ডনে উড়ে যান অভিনেত্রী। জানা গিয়েছে, বোন নূপুর স্যাননের হাত ধরেই কবীরের সঙ্গে তাঁর পরিচয়। তারপর বন্ধুত্ব থেকে প্রেম।
আরও পড়ুন: ‘বিজয়নগরের হীরে খুঁজে’ পাবেন কাকাবাবু
View this post on Instagram







