ওয়েবডেস্ক- লক্ষ্মীনারায়ণ যোগে ( Lakshminarayan Yoga) লাভের মুখ দেখতে চলেছে এই রাশিগুলি। জন্মাষ্টমী কেটে গেলেই লাভের মুখ দেখবে এই রাশিগুলি (Zodiac Sign)। আগামী ২১ অগাস্ট, শুক্র কর্কট রাশিতে প্রবেশ করছেন, এর ফলে বুধের সঙ্গে যুতি হবে। লাকি এই তিন রাশি।
কর্কট: শুক্র, বুধের যুতিতে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হতে চলেছে। এর ফলে এই রাশির জাতক জাতিকারা ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। ভাগ্যের উন্নতি, যেকোনও কাজেই ভাগ সাথ দেবে। সব সময় নিজের মনকে পজিটিভ রাখার চেষ্টা করবেন, নেতিবাচক চিন্তা মন থেকে দূরে সরিয়ে রাখবেন। মন সংযোগ বাড়াতে চেষ্টা করুন, যেকোনঅ পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে।
আরও পড়ুন- এখন থেকে ২০২৬ পর্যন্ত গুরুর কৃপায় ৩ রাশির ভাগ্যে অভাবনীয় উন্নতি
সিংহ: ভালো সময় আসতে চলেছে। এই সময় ধন সম্পত্তি বাড়বে। দীর্ঘ সময় ধরে যে কষ্ট আপনাকে মানসিক অশান্তি দিচ্ছিল, এবার সেই সময় কেটে যাবে। মানসিক প্রশান্ত লাভ করবেন। চাকুরিজীবীদের ভালো সময় আসতে চলেছে। পারিবারিক সম্পর্কগুলি সুখের হবে। হঠাৎ এমন কোনও ভালো খবর পাবেন, যা আপনার মন ভালো করে দেবে।
বৃশ্চিক: খুব সুন্দর একটি সময় আসতে চলেছে জীবনে। চাকুরি ও ব্যবসা দুই ক্ষেত্রেই অভূতপূর্ব উন্নতি। দু হাতে টাকা রোজগার করবেন। পরিশ্রম থেকে নিজেকে কখনও বিরত রাখবেন না। ব্যবসায় কোনও বড় ডিল সাউন করতে পারেন। কাজের জন্য বিদেশ যাত্রার যোগ রয়েছে। পরিবারে কোনও শুভ কাজ সম্পন্ন হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন