নয়াদিল্লি: দেশে নৈরাজ্য (Anarchy) তৈরি করে সরকারকে বাধ্য করা হবে দাবি পূরণ করতে। সংসদ হামলার পিছনে এটাই কারণ ছিল। জিজ্ঞাসাবাদে পুলিশকে এমনটাই জানিয়েছে সংসদে হামলার মাস্টারমাইন্ড ললিত ঝা (Lalit Jha)। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। বুধবার লোকসভায় (Loksabha) ভিজিটর গ্যালারিতে উপস্থিত ছিল দু’জন। সংসদ সদস্যরা যখন চেম্বারে তখন তারা ঝাঁপিয়ে পড়ে এবং হট্টগোল সৃষ্টি করে। সেসময় সংসদে জিরো আওয়ারে আলোচনা চলছিল। অভিযুক্তরা স্লোগান দেয় এবং হলুদ রঙের স্প্রে করে।
আরও পড়ুন: সংসদ হামলার ঘটনায় দিল্লি পুলিশের সঙ্গে সক্রিয় কলকাতা পুলিশের এসটিএফও
উপস্থিত সাংসদরা তাদের ধরে ফেলার আগে অভিযুক্তরা ক্যানিস্টার থেকে হলুদ রঙের গ্যাস ছড়াতে থাকে। একই সঙ্গে আরও দুজন সংসদের বাইরে স্লোগান দিচ্ছিল। ললিত ঝা নিরাপত্তা লঙ্ঘনের সঙ্গে জড়িত পাঁচজনের মধ্যে ছিল। এবং সে সংসদের বাইরে ওই ঘটনার ভিডিও করছিল। যদিও বুধবার সে পালিয়ে যেতে সক্ষম হয়। পরদিন তাকে গ্রেফতার করা হয়। সংসদে হামলার ঘটনার পুনর্নির্মাণ করতে চায় পুলিশ। সেজন্য তাদেরকে ফের সংসদে নিয়ে যাওয়া হতে পারে। এজন্য সংসদের অনুমতি চাইবে পুলিশ। এক পুলিশ অফিসার জানিয়েছেন, অপরাধের দৃশ্যটি পুনরায় তৈরি করার জন্য আমরা সংসদে যাওয়ার জন্য অনুমতি নেওয়ার পরিকল্পনা করছি। এদিকে ধৃত ললিত ঝা পুলিশকে জানিয়েছে, সে তার ফোন দিল্লি জয়পুর সীমান্তের কাছে ছুঁড়ে ফেলে। এবং অন্যান্য অভিযুক্তদের ফোনগুলি নষ্ট করে দেয়। এই ফোনগুলি উদ্ধার করাই এখন পুলিশের কাছে চ্যালেঞ্জ। তা উদ্ধার হলে অনেক তথ্য প্রমাণ মিলতে পারে।