ওয়েব ডেস্ক : ‘জমির বিনিময়ে চাকরি’ কেলেঙ্কারি মামলায় লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav) বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। তার বিরুদ্ধে এই চার্য গঠন প্রক্রিয়া যাতে স্থগিত রাখা হয় তার আবেদন জানিয়েছিলেন লালু। কারণ, এই মামলা বাতিল করার জন্য সেদিন তাঁর অন্য একটি আবেদন দিল্লি হাইকোর্টে শুনানির জন্য উঠবে।
সুপ্রিম কোর্টের বিচারপতি এম এম সুন্দরেশ ও বিচারপতি এন কোটেশ্বর সিংয়ের ডিভিশন বেঞ্চ জানায়, দিল্লি হাইকোর্টে (Delhi High Court) দায়ের হওয়া মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চার্জ গঠন প্রক্রিয়া স্থগিত রাখা হবে না। এর আগেও, গত ১৮ জুলাই দিল্লির নিম্ন আদালতে চলা চার্জ গঠনের শুনানি স্থগিতের আর্জিতে সাড়া দেয়নি সুপ্রিম কোর্ট (Supreme Court)। এই মামলা স্থগিত রাখার জন্য দিল্লি হাইকোর্টেও আবেদন করেছিলেন লালু প্রসাদ যাদব। কিন্তু সেখানেও এই আবেদন খারিজ হওয়ার পরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন লালু।
আরও খবর : বেঙ্গালুরুতে এটিএসের হাতে গ্রেফতার সন্দেহভাজন জঙ্গি!
শীর্ষ আদালত জানিয়েছে, লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav) নিম্ন আদালতের শুনানিতে হাজিরা না দিলেও চলবে। পাশাপাশি হাইকোর্টকে দ্রুত আবেদনের নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। তবে প্রথম থেকেই লালু অভিযোগ করছেন তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করার আগে সিবিআই দুর্নীতি প্রতিরোধী আইন অনুসরণে যথাযথ অনুমোদন নেয়নি। নিম্ন আদালতের শুনানিতে এই বিষয়টি তিনি উল্লেখ করতে পারেন বলে জানায় হাইকোর্ট।
উল্লেখ্য, ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। অভিযোগ, রেলমন্ত্রী থাকাকালীন তিনি জমি ও টাকার বিনিময়ে গ্রুপ ডি পদে বেশ কয়েকজনকে চাকরি পাইয়ে দিয়েছিলেন। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
দেখুন অন্য খবর :