ওয়েবডেস্ক- সোনপ্রয়াগে (Sonprayag) ভূমিধস (Land Slide), ফের থমকে গেল কেদারনাথ যাত্রা (Kedarnath Yatra) । জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ১০০ জন তীর্যযাত্রীকে উদ্ধার করেছে। পুণ্যার্থীদের উদ্ধারে বিকল্প পথ তৈরি করে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পিডাব্লু ডি’র কর্মীরা।
প্রতি নিয়ত সতর্কবার্তা জারি করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF), সেইসঙ্গে ত্রাণ ও উদ্ধারকাজে নজরদারি চালাচ্ছে তারা। সোনপ্রয়াগের কাছে ভূমিধসের কারণে গৌরীকুণ্ডে কেদারনাথ যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এই বিপর্যয় সাময়িকভাবে বেশ কয়েকটি রুটে যাত্রাপথ বিঘ্নিত করেছে।
খবর পাওয়া মাত্রই সাব-ইন্সপেক্টর আশিস ডিমরির নেতৃত্বে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ চলছে। এখনও পর্যন্ত প্রায় ১০০ জন তীর্যযাত্রীকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। মৌসম বিভাগ দেরাদুন, চম্পাবত, নৈনিতাল জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। এছাড়াও উধম সিং নগর জেলার কিছু জায়গায় বজ্রপাতের সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। ৩১ জুলাই পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে।
আরও পড়ুন- “স্বার্থপর…,” রাহুল গান্ধীর দিকে আঙুল তুলে খোঁচা মায়াবতীর
রুদ্রপ্রয়াগ জেলায় ভারী বৃষ্টিপাতের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কেদারঘাটির রুমসি গ্রামে অনেক ক্ষতি হয়েছে। একাধিক এলাকায় জলবন্দি। বাড়ি-ঘরগুলি জল ঢুকে পড়েছে, যানবাহন রাস্তায় ডুবে গেছে। ঝুঁকি এড়াতে নদ-নদী থেকে সাধারণ মানুষকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভূমিধসের কারণে পাহাড়ি অঞ্চল এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। বৃষ্টির সতর্কতার কারণে, সরকার এবং জেলা প্রশাসনকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
দেখুন আরও খবর-