শিলিগুড়ি: টানা বৃষ্টির জেরে উত্তর সিকিমে ধস (Sikkim Landslide)। গত কয়েকদিনের বৃষ্টিতে ফের বিপর্যস্ত সিকিম। আপার ডংজু এলাকায় ভূমিধস। এই ঘটনায় ফের আতঙ্ক এলাকাবাসীদের মধ্যে। জানা গিয়েছে, উত্তর সিকিমে বিচ্ছিন্ন একাংশের যোগাযোগ ব্যবস্থা। জানা গিয়েছে, ঝুলন্ত সেতুর সংযোগকারী এলাকায় ধসের ফলে সমস্যায় পর্যটকরা।
উত্তর সিকিমে ভয়াবহ দুর্যোগ। বৃষ্টি আর ধসে বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা। গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টির জেরে বহু এলাকায় ধস নেমেছে। তার জেরে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। দুর্যোগের জেরে পর্যটকেরা যাতে অপ্রীতিকর পরিস্থিতির শিকার না হন, তার জন্য প্রশাসনের তরফে আপাতত সিকিমে ভ্রমণে না আসার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি এলাকাবাসীদেরও সতর্ক করা হয়েছে।
আরও পড়ুন: দিল্লিতে আটক দুই পরিযায়ী শ্রমিক ফিরল ঘরে, খুশি পরিবার
সিকিমে বারবার দুর্যোগ পরিস্থিতি। উত্তরবঙ্গজুড়ে অনবরত বৃষ্টি চলছে। বাড়ছে তিস্তার জল। তিস্তাপাড়ের বাসিন্দাদের চিন্তায় রাতের ঘুম উড়েছে। যদিও, প্রশাসনের তরফে একাধিক ব্যাবস্থা নেওয়া হয়েছে।
দেখুন খবর