Thursday, October 16, 2025
HomeScrollদিল্লি হাইকোর্টের ভার্চুয়াল শুনানিতে আইনজীবীর চুম্বনের দৃশ্য ভাইরাল
Delhi High court

দিল্লি হাইকোর্টের ভার্চুয়াল শুনানিতে আইনজীবীর চুম্বনের দৃশ্য ভাইরাল

আদালতের শুনানি চলাকালীন মহিলাকে হাত ধরে কাছে টানলেন আইনজীবী, দেখুন ভাইরাল ভিডিও

ওয়েব ডেস্ক: দেশের চার স্তম্ভ মধ্য বিচার ব্যবস্থা একটা। মানুষের কাছে যখন সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন বিচারের আশায় আদালতের দরজায় গিয়ে দাঁড়ায়। আমরা অনেকই বলতেও শুনেছি এরপর দেখা হবে কোর্টে। সেই আইনের ধারক-বাহক অর্থাৎ আইনজীবীর কাজকর্ম দেখে দেশবাসীর চোখ কপালে ওঠার জোগার। কখনও ভার্চুয়াল শুনানি চলার সময় বিয়ার খাচ্ছেন আইনজীবী, তো কখনও কোমডে বসে বিচারপ্রার্থী। এবার দিল্লি হাইকোর্টের আইনজীবীর কাণ্ডে লজ্জায় চোখ ঢাকছে বিচারপতি থেকে দেশবাসী। দিল্লি হাইকোর্টের (Delhi High court) ভার্চুয়াল শুনানিতে আইনজীবীর চুম্বনের দৃশ্য ভাইরাল। সেই ঘটনার ভিডিও-ও ভাইরাল হয়। যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি অনলাইন।

ভার্চুয়াল দিল্লি হাইকোর্টের শুনানিতে অদ্ভুত ঘটনা। সেই ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একজন আইনজীবীকে শুনানি শুরুর আগে মহিলাকে চুম্বন করতে দেখা গিয়েছে। ঘটনাটি মঙ্গলবার ঘটেছে। যখন অংশগ্রহণকারীরা বিচারকের যোগদানের জন্য অপেক্ষা করছিলেন। ভিডিওতে, আদালতের পোশাকে ওই আইনজীবীকে তার ঘরে বসে থাকতে দেখা যায়, তার মুখের কেবল এক পাশ দেখা যাচ্ছে। একজন শাড়ি পরা মহিলা তার সামনে দাঁড়িয়ে আছেন এবং তিনি তার হাত ধরে কাছে টেনে নেন। মহিলার অনিচ্ছা সত্ত্বেও, আইনজীবীকে তাকে চুম্বন করতে দেখা যায়, যার ফলে মহিলাটি দূরে সরে যান। এই ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের জন্ম দিয়েছে, অনলাইন আদালতের কার্যক্রমে শালীনতা এবং পেশাদারিত্ব নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে। যদিও সেই সময় আদালত অধিবেশনরত ছিল না, তবুও এই কাজটি আইনি পেশাজীবী এবং জনসাধারণের কাছ থেকে সমালোচনা ঝড় তুলেছে। অনেকেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

আরও পড়ুন:নীতীশের দল চালাচ্ছে BJP! ভোটের আগে বিস্ফোরক মন্তব্য তেজস্বীর

দেখুন ভিডিও 

Read More

Latest News