রঘুনাথগঞ্জ: বড়সড় ভাঙন কংগ্রেসে। অবশেষে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগদান করলেন মুর্শিদাবাদে (Murshidabad) জেলা পরিষদের বিরোধী দলনেতা তথা সামশেরগঞ্জের (৪ নং) জেলা পরিষদের কংগ্রেস (Congress) সদস্য আনারুল হক বিপ্লব। বুধবার বিকেলে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মঙ্গলজোনে তৃণমূলের এক সভায় আনুষ্ঠানিক ভাবে সদলবলে তৃনমূল কংগ্রেসে যোগদান করেন তিনি।
এদিন আনারুল হক বিপ্লবের সঙ্গে তৃণমূলে যোগ দেন ধুলিয়ান পুরসভার বিরোধী দলনেতা পারভেজ আলম পুতুল, পঞ্চায়েত সমিতির সদস্য মহরম আলি, কংগ্রেস নেতা বজলুর রহমান সহ ও বেশ কিছু গ্রাম পঞ্চায়েত সদস্য সহ বহু কর্মী সমর্থক। এদিন ওই দলত্যাগীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান বিধায়ক কানাইচ্যন্দ্র মন্ডল, জেলা সভাপতি ও সাংসদ খলিলুর রহমান। ছিলেন রাজ্য তৃণমূলের সহ সভাপতি মইনুল হক, জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন, সাগরদীঘির বিধায়ক বাইরন বিশ্বাস, ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, মহিলা জেলা সভানেত্রী হালিমা বিবি সহ অন্যান্য নেতৃবৃন্দ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলেই প্রতিক্রিয়া জানান নবাগতরা।
আরও পড়ুন: ডেঙ্গি নিয়ে হেল্পলাইন চালু করল স্বাস্থ্য দফতর
আনারুল হক বিপ্লব বলেন, বিশ্বাসঘাতক নই। উন্নয়নের স্বার্থেই তৃণমূলে যোগ দিলাম। কংগ্রেসে থেকে উন্নয়ন করতে পারতাম না।
আরও খবর দেখুন