ওয়েবডেস্ক- উত্তরাখণ্ডের (Uttarakhand) পর এবার জম্মু-কাশ্মীর (Jammu-kashmir) প্রবল বৃষ্টিতে (Heavy Rain) ভয়াবহ আকার নিয়েছে উপত্যকা। কিস্তওয়ারের (Kistwar) চসৌটিতে (Chositi village) মেঘভাঙা বৃষ্টিতে (Jammu Kashmir cloudburst) মৃতের সংখ্যা কমপক্ষে ১২। আরও হতা-হতের আশঙ্কা করছে প্রশাসন। নিখোঁজ বহু। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারের জেলার পাদ্দার এলাকায় একটি বিশাল মেঘ ভাঙনের ঘটনা ঘটে। মাছাইল যাত্রা শুরু হয় এই চসৌটি থেকেই। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন উদ্ধারকারী দল। ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার পর থেকে মন্দিরে বার্ষিক যাত্রা স্থগিত করা হয়েছে। প্রায় ৬০ জনের মতো যাত্রী নিখোঁজ হয়েছে। ঘটনাস্থলে রয়েছে এনডিআরএফ। দুর্যোগের জেরে বেশ কয়েকটি রাস্তা একেবারে ধুলিসাৎ।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, কিস্তওয়ারের ডিসির তার কথা হয়েছে স্থানীয় বিধায়কের সঙ্গেও তাঁর কথা হয়েছে। কিস্তওয়ারের ডেপুটি কমিশনার (ডিসি) পঙ্কজ কুমার শর্মা পরিস্থিতির সম্পর্কে বলেছেন, কিস্তওয়ারের চসৌটি এলাকার আকস্মিক বন্যা দেখা দিয়েছে। চসৌটি হচ্ছে যাত্রা সূচনাস্থল। উদ্ধার অভিযান তাৎক্ষণিকভাবে শুরু করা হয়েছে, এসডিআরএফ, এনডিআরএফ এবং স্থানীয় পুলিশের দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। কত ক্ষয়ক্ষতি হয়েছে, যা খতিয়ে দেখা হচ্ছে। তবে অসমর্থিত সূত্রের খবর, ইতিমধ্যেই ১২ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি যতখানি গুরুতর, তাতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। চাসোটি এলাকার একাধিক সড়ক নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। মেঘভাঙা বৃষ্টি এবং তার জেরে বিপর্যয়ের কারণে বাতিল করা হয়েছে এবছরের মাছাইল মাতা যাত্রা।
আরও পড়ুন- এবার হিমাচল! মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে শুরু বিপর্যয়, দেখুন ভিডিও
জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, ‘চোসিটি কিস্তওয়ারের মেঘ ভাঙনের ঘটনায় আমি মর্মাহত। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। উদ্ধার ও ত্রাণ আর ও জোরদার করতে সিভিল, পুলিশ, সেনাবাহিনী, এনডিআরএফ এবং এসডিআরএফ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
দেখুন আরও খবর-