কলকাতা: প্রেম-সম্পর্ক, কিংবা সোলো ট্রিপ থেকে ভুল বানান লিখে পোস্ট, সিঁথি ভর্তি সিঁদুর নানা কারণে শিরোনামে থাকেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)। গত কিছু মাস ধরে টলিউড নায়িকা ফের আলোচনায় এসেছেন তাঁর নতুন প্রেম নিয়ে। জোর চর্চায় মধুমিতা ও তাঁর জীবনের বিশেষ মানুষ। টলিপাড়ায় গুঞ্জন, ডিসেম্বরে মধুমিতা সরকার-দেবমাল্য চক্রবর্তীর (Debmalya Chakravorty) চার হাত নাকি এক হবে। এবার অভিনেত্রীর প্রেমিকের জন্মদিনে একগুচ্ছ অদেখা মুহূর্ত সকলের সঙ্গে শেয়ার করেছিলেন মধুমিতার প্রেমিক। মধুমিতা বার্তায় লিখেছেন, দেবমাল্যর সঙ্গে নিজের জীবন জুড়ে ভীষণ খুশি মধুমিতা। লিখেছেন, “ওর ছোঁয়ায় আমার জীবন সম্পূর্ণ।
দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে প্রেম করছেন মধুমিতা। গত বছর পুজোতেই দু’জনে এই সম্পর্ককে সিলমোহর দেন। মধুমিতা-দেবমাল্য তাঁদের একে-অপরের কাছে সবথেকে ‘নিশ্চিন্ত আশ্রয়’। অভিনয় পেশার সঙ্গে যুক্ত নন দেবমাল্য। তাঁর জীবনে এখন ‘নতুন বসন্তে’র ছোঁয়া। মাঝেমধ্যেই কাছের মানুষের সঙ্গে বেরিয়ে পড়েন ইতি-উতি ঘুরতে। তবে শোনা যাচ্ছে তিনি ইঞ্জিনিয়ার। বুধবার অভিনেত্রীর প্রেমিকের জন্মদিন। স্পেশাল দিনে বার্থডে বয়কে নিয়ে আবেগঘন পোস্ট করলেন নায়িকা। ছবিতে দেখা গেল মধুমিতা-দেবমাল্য দুজন দুজনকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন। আবার কোনও ছবিতে কাছে মানুষদের সঙ্গে ঘুরতে গিয়েছেন। মধুমিতা দেবমাল্যর কাঁধে মাথা রেখে একান্তে সময় কাটাচ্ছেন। আবার কোনও ছবিতে দেখা গেল পাহাড়ের সবুজে মধুমিতা-দেবমাল্য সময় কাটাছেন।
আরও পড়ুন: পুরুষকেন্দ্রিক ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’ শীর্ষে! বাজিমাত নতুন ধারাবাহিকের
মধুমিতা নিজের সোশ্যাল পেজে বেশ কিছু আদুরে ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “সত্যি বলতে, আমি জানি না এটা কীভাবে ভাষায় প্রকাশ করব। আজ তোমার জন্মদিন, কিন্তু মনে হচ্ছে আমিই সেই ব্যক্তি যে তোমার জন্য আশীর্বাদপ্রাপ্ত। আমাদের ক্রেজি অ্যাডভেঞ্চার, শান্ত সূর্যাস্ত, পাহাড়ি পথ থেকে শুরু করে কারও না দেখা ছোট ছোট মুহূর্ত – তোমার সঙ্গে এই যাত্রার প্রতিটি ধাপ আমি উপভোগ করেছি।” মধুমিতা আরও লেখেন, “তুমি আমার সেরা ভ্রমণ সঙ্গী, আমার নিরাপদ স্থান এবং সেই মানুষটা, যে সাধারণ দিনগুলিকেও গল্পে পরিণত করে… শুভ জন্মদিন, আমার ভালোবাসা। তোমাকে অসীম ভালোবাসা দেবমাল্য।
View this post on Instagram
অন্য খবর দেখুন