ওয়েব ডেস্ক : সরকারি কল্যান প্রকল্পে রাজনৈতিক দলের প্রতীক ও নেতার ছবি ব্যবহার করা যাবে না। এই মর্মে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল মাদ্রাজ হাইকোর্ট (Madras High Court)। এই মামলা বিচারাধীন থাকা অবস্থায় নির্বাচন কমিশন (Election Commission) এই প্রসঙ্গে কোন পদক্ষেপ করতে চাইলে করতে পারবে বলেও জানিয়েছে আদালত।
এই মামলায় আদালতের পর্যবেক্ষণ, কোন সরকারি কল্যান প্রকল্প চালু করে সেই প্রকল্পের বিজ্ঞাপনে কোন জীবিত ব্যক্তিত্বের নাম বা ছবি, এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী বা নেতার ছবি, দলীয় প্রতীক, পতাকা ইত্যাদি ব্যবহার করা যাবে না। কারণ কর্ণাটক সরকার বনাম কমন-কজ ও অন্যান্যদের মামলায় সুপ্রিম কোর্ট (Supreme Court) বলে দিয়েছে, বর্তমান মুখ্যমন্ত্রীর ছবি এমন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। কিন্তু কোন দলীয় নেতা বা প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি ইত্যাদি ব্যবহার করা যাবে না।
আরও খবর : উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা
প্রসঙ্গত, নাগরিক অভিযোগ প্রতিকার প্রকল্প চালু করেছে ডিএমকে (DMK) সরকার। প্রকল্পে মুখ্যমন্ত্রী স্ট্যালিনের নাম ও ছবি ব্যবহারের অভিযোগ করেছেন এআইএডিএমকে (AIADMK) – সাংসদ সদস্য সিভি সম্মুগম। মামলা বিচারাধীন থাকা অবস্থায় কোন পুরনো প্রকল্প নতুন নামের মোড়কে যেন চালু না করা হয় এমনই আবেদন করা হয়েছিল মামলায়।
মামলাকারী প্রশ্ন তুলেছেন, এসব প্রকল্প জনগণের টাকায় চলবে। সেখানে শাসক দলের নেতার ছবি কেন থাকবে? বিষয়টি সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ ছাড়াও গভর্মেন্ট এডভারটাইজমেন্ট (কন্টেন্ট রেগুলেশন) গাইডলাইন্স ২০১৪ বিরোধী। তিনি আবেদন করে বলেছিলেন, বিচারাধীন অবস্থায় পুরনো কোনও প্রকল্পকে যেন নতুন নামে চালু করা না হয়। এর পরেই স্থগিতাদেশ দেয় আদালত। এই মামলার প্রেক্ষিতে হাইকোর্ট জানায়, বিচার প্রক্রিয়া চলাকালীন নির্বাচন কমিশন চাইলে বিষয়টি নিয়ে পদক্ষেপ নিতে পারে।
দেখুন অন্য খবর :