হরিয়ালি তীজে (Hariyali Teej) গঠিত হতে চলেছে মহালক্ষ্মী রাজযোগ (Mahalakshmi Raja Yoga)। এই তিন রাশির (Zodiac Sign) জাতক -জাতিকাদের সৌভাগ্য বৃদ্ধি। প্রেমে সাফল্য, আর্থিক সৌভাগ্য বৃদ্ধি, জীবনে ভালোবাসা ও সুখের সঞ্চার। হরিয়ালি তীজ রাজস্থান, উত্তরপ্রদেশ এবং পঞ্জাবে বর্ষার সময় পালিত হয়ে থাকে। এই উৎসব বৃষ্টিপাতের সঙ্গে সবুজের প্রাকৃতিক সৌন্দর্য্যকে বোঝায়। দেবী পার্বতীকে উৎসর্গ করে শ্রাবণ মাসের তিথিতে শিবের উপাসনা।
মেষ: মেষ রাশির জীবনে একটি আনন্দঘন সময় আসবে। বিয়ের যোগাযোগ আসবে। পছন্দমতো জীবনসাথী পাওয়ার স্বপ্ন পূরণ হবে। শিব ও পার্বতীর আশীর্বাদে মনোবাঞ্ছা পূর্ণ হবে। শুভ প্রস্তাব আসবে। মঙ্গলের প্রভাবে আত্মবিশ্বাস বাড়বে। নিজের মনের কথা স্পষ্ট করে বলতে পারবেন। কর্মক্ষেত্রে সাফল্য।
আরও পড়ুন- মাসজুড়ে ভাগ্যের চালচিত্র: জেনে নিন আপনার রাশির আগস্টের পূর্বাভাস
মিথুন: এই রাশির জীবন সুখে ভরে উঠবে। সম্পর্কে মাধুর্য্য আসবে। প্রেমজ বিবাহ সফলতা লাভ করবে। অবিবাহিতদের বিবাহের যোগ তৈরি হবে। মানসিক চাপমুক্ত হবেন। কর্মক্ষেত্রে উন্নতি। ব্যবসায় সাফল্য। যারা চাকরি খুঁজছেন তারা প্রতিষ্ঠিত সংস্থায় কাজের সুযোগ পেতে পারেন। এই উৎসব মহিলাদের জন্য শুভ সময় বয়ে আনবে। সংসারে শ্রীবৃদ্ধি
সিংহ: সিংহ রাশির মহিলাদের জন্য, হরিয়ালি তীজ এবং মহালক্ষ্মী রাজযোগে সংসারে সুখের সময় আসবে। আর্থিক দিক দিয়ে উন্নতি। জীবনে গুরুজনদের আশীর্বাদ পাবেন। সম্মান বৃদ্ধি। বিবাহিতদের জীবনে দাম্পত্য সুখ। অবিবাহিতরা বিবাহের প্রস্তাব পাবেন। কর্মজীবনে উন্নতি। অপ্রত্যাশিত আর্থিক লাভ।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।