কলকাতা: পঞ্চাশ পেরিয়েও উপচে পড়ছে মালাইকার (Malaika Arora) গ্ল্যামার। এক কথায় বলাই যায়, অভিনেত্রীর কাছে বয়স যেন সংখ্যা মাত্র। অভিনেত্রীর এই বয়সেও ধরে রেখেছেন যৌবন। মালাইকাকে দেখে তন্বীরাও হিংসা করবেন। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছের পর বলিউড মুন্নি রয়েছেন, নিজের মেজাজে। এবার ছাইয়া ছাইয়া গার্লকে দেখা গেল সমুদ্রের পাড়ে বিকিনিতে আগুন ঝরাতে।
কখনও রেস্তরাঁ সামলাচ্ছেন। কখনও রিয়ালিটি শোয়ের বিচারকের আসনে দ্যুতি ছড়াচ্ছেন তো আবার কখনও বা সমুদ্র সৈকতে বোল্ড ফটোশুটে মাদকতা ছড়াচ্ছেন মালাইকা। এবার গোলাপি বিকিনিতে নেটপাড়া উষ্ণ করলেন অভিনেত্রী। মালাইকা বর্তমানে ইটালিতে ঘুরতে গিয়েছেন। সেখানেই সিসিলির এক বিলাসবহুল রিসর্টে গায়ে রোদ মেখে বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি। কখনও আয়নার সামনে বিকিনি পরে নিজস্বী তুলতে দেখা গেল মালাইকাকে, আবার কখনও বা রোদ পোহাতে দেখা গেল তাঁকে। পঞ্চাশ পেরিয়েও যেন গনগনে আঁচ বলিউড ‘মুন্নি’র। মালাইকাকে দেখে বোঝাই যায় না, তাঁর বয়স ৫১। তাঁর ফিটনেস দেখে হিংসে করেন তন্বীরাও।
আরও পড়ুন: গেমচেঞ্জার ‘রক্তবীজ ২’, পুজোয় ফিরছে পঙ্কজ-সংযুক্তা
View this post on Instagram
অন্য খবর দেখুন