সন্দেশখালি: নতুন বছরের প্রথম মাসেই দুয়ারে সরকার ক্যাম্প (Duyare Sarkar Camp) হতে চলেছে। সন্দেশখালিতে (Sandeshkhali) একটি সরকারি অনুষ্ঠানে সোমবার এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী জানান, দুর্গম এলাকায় যাঁরা জাতি শংসাপত্র পাননি, লক্ষ্মীর ভাণ্ডার পাননি তাঁদের জন্য জানুয়ারির শেষ থেকে ফের দুয়ারে সরকার ক্যাম্প হবে। তা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে।
এই দুয়ারে সরকার ক্যাম্পে সরকারি বিভিন্ন প্রকল্পে আবেদন করেন বাসিন্দারা। এর ফলে এক জায়গায় আবেদন করার সুযোগ পেয়েছেন প্রত্যন্ত এলাকার বাসিন্দারা। ওই শিবির চলাকালীনই নথিভুক্ত হতে পারেন এলাকাবাসী। বিভিন্ন সরকারি স্কলারশিপ ছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থসাথী কার্ড, বার্ধক্যভাতার মতো সুবিধা পাওয়ার আবেদন এখানে করা যায়। এছাড়া এখন পঞ্চায়েতে মিউটেশন বা জমির রেকর্ডও করা যায় এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে। ক্যাম্পগুলিতে দীর্ঘ লাইন দেখে বোঝা যায় এই উদ্যোগে কতটা ভরসা পেয়েছেন গ্রাম বাংলার মানুষ।
আরও পড়ুন: সন্দেশখালিতে ‘সন্দেশ’ মমতার, ঘোষণা একগুচ্ছ প্রকল্পের
উল্লেখ্য, ২০২০ সালের এক ডিসেম্বর দুয়ারে সরকার ক্যাম্প চালু হয়। সরকারি অফিসে গিয়ে হত্যে দিয়ে পড়ে থাকার দিন শেষ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। যাতে ঘরের দুয়ারে সরকারে এসে গিয়েছে বোঝানো হয়েছিল। গ্রাম পঞ্চায়েত ও পুরসভা এলাকায় এই দুয়ারে সরকার শিবির করা হয়। যেখানে এক ছাতার তলায় সব সরকারি পরিষেবা পাওয়ার জন্য আবেদন করা যায়। এই ক্যাম্প শুরু থেকেই ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে অপেক্ষা করে থাকেন পরের বার দুয়ারে সরকার ক্যাম্প কখন হবে। যদি নতুন কোনও জনকল্যাণ প্রকল্পের সুবিধা পাওয়া যায়।
দেখুন অন্য খবর: