কলকাতা: ঝাড়খণ্ডের (Jharkhand) প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রবীণ নেতা শিবু সোরনের (Shibu Soren) মৃত্যুতে শোকাহত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা এবং আমার আদিবাসী ভাই-বোনদের ‘গুরু দিশম’ শিবু সোরেনের প্রয়াণে গভীরভাবে শোকাহত। আমার অন্তর থেকে সমবেদনা জানাই আমার ভাই, শিবু সোরেনের পুত্র এবং বর্তমান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। একইসঙ্গে তাঁর পরিবার, সহকর্মী এবং অসংখ্য অনুগামীদের জন্যেও রইল আমার সমবেদনা। আজ ঝাড়খণ্ডের ইতিহাসের এক অধ্যায় সমাপ্ত হল।’
প্রবীণ সাংসদের মৃত্যুতে শোকপ্রকাশ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি লিখেছেন, ‘কিংবদন্তী নেতা শ্রী শিবু সোরেন-জির প্রয়াণে গভীরভাবে শোকাহত। তাঁর কণ্ঠস্বর প্রজন্মের পর প্রজন্ম আদিবাসীদের শক্তি ও সাহস জুগিয়েছে। তাঁর সংগ্রামই গড়ে তুলেছে ঝাড়খণ্ডকে। তাঁর মৃত্যুতে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল।’
Deeply saddened by the passing of Shri Shibu Soren ji – A towering figure whose voice gave strength to generations of Adivasis and whose struggle shaped the soul of Jharkhand.
His journey from the grassroots to national prominence is a story of courage, sacrifice and unshakeable…
— Abhishek Banerjee (@abhishekaitc) August 4, 2025
আরও পড়ুন: জন্মের শংসাপত্র নিয়ে কড়া রাজ্য, নির্দেশিকা জারি স্বাস্থ্য ভবনের
Profoundly saddened by the demise of Shibu Soren, former Chief Minister of Jharkhand, a former Union Minister, founder of Jharkhand Mukti Morcha, and Guru Dishom (great leader) for my Adivasi brothers and sisters.
My heart- felt condolences to my brother @HemantSorenJMM, his son…
— Mamata Banerjee (@MamataOfficial) August 4, 2025
প্রসঙ্গত, সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ঝাড়খণ্ডের (Jharkhand) প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন (Shibu Soren)। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) অন্যতম প্রতিষ্ঠাতা। গত সপ্তাহের শেষের দিকে শারীরিক অবস্থার অবনতি ঘটে। সোমবার সকাল ১০টার দিকে শিবু সোরেনের মৃত্যুসংবাদ জানান তাঁর ছেলে তথা ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)।
হেমন্ত বলেন, “শ্রদ্ধেয় দিশুম গুরু আমাদের ছেড়ে চলে গেলেন। আমি শূন্য হয়ে গেলাম।” সমর্থকদের কাছে ‘দিশুম গুরু’ (Dishoom Guru) অর্থাৎ মহান নেতা হিসেবে পরিচিত শিবু বর্তমানে রাজ্যসভার সাংসদ ছিলেন। ভারতের রাজনীতিতে তিনি একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন এবং কেন্দ্রীয় মন্ত্রিত্বও সামলেছেন।
দেখুন আরও খবর: