ওয়েবডেস্ক- আজ কন্যাশ্রী দিবস (Kanyashree Divas) । ১২ বছরে পা দিল এই প্রকল্প। ২০১৩ সালের ১৪ অগাস্ট মাসে এই প্রকল্পের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে মেয়েদের উদ্দেশে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ফেসবুকে কন্যাশ্রী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) । ধনধান্য স্টেডিয়াম (Dhandhanya Auditorium) থেকে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের খতিয়ান তুলে ধরে জানালেন ৬২ টি দেশের ৫৫২ টি প্রকল্পের মধ্যে প্রথম স্থানে কন্যাশ্রী।
মুখ্যমন্ত্রী কন্যাশ্রী প্রকল্পের খতিয়ান তুলে ধরে বলেন, ২০১১ সালের পর থেকে, প্রাথমিক শিক্ষায় ২০১১-১২-তে মেয়েদের স্কুলছুটের হার ছিল পৌনে পাঁচ শতাংশ, আজ তা শূন্য। সেকেন্ডারিতে ২০১১-১২ বর্ষে মেয়েদের স্কুলছুটের হার ছিল ১৬.৩২ শতাংশ, ২০২৩-২৪-এ সেটি পৌঁছেছে ২.৯ শতাংশ। হায়ার সেকেন্ডারিতে ২০১১-১২ বর্ষে মেয়েদের স্কুলছুটের হার ছিল ১৫.৪১ শতাংশ, চলতি শিক্ষা বর্ষে তা ৩.১৭ শতাংশ। এটা কি গর্ব করার বিষয় নয়?’
মুখ্যমন্ত্রীর বক্তব্য এক নজরে
- কন্যাশ্রী চালুর পর রাজ্যে ড্রপ আউট শূন্য
- মেয়েদের বিয়ের জন্য চাপ দেবেন না
- প্রাথমিক স্কুলে মেয়েদের ড্রপ আউট শূন্য হয়ে গিয়েছে
- ৯৩ লক্ষ ছাত্রী কন্যাশ্রীর আওতায়
- আশা করব পরের বছর সংখ্যাটি এক কোটি হবে
- মেয়েদের আত্মনির্ভর হতে দিন
- মেয়েরা নিজেদের ভবিষ্যত নিজেরাই গড়বে
- মেয়েরা সারা বিশ্ব চালায়
- আগে শুধু স্কুলে কন্যাশ্রী দেওয়া হত, এখন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়
- বাংলা ভাষার মতো মাধুর্য্য কোথাও পাবেন না
- সব ভাষাই জানতে হবে মাতৃভাষা কখনও ভুলবেন না
- বাংলা সব কিছুতেই সেরা
- বাংলার মাটি রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামের
- কোনও ভেদাভেদ নয়, মাথা উঁচু করে এগিয়ে যেতে হবে
- ৬২ দেশের ৫৫২ প্রকল্পের মধ্যে প্রথম কন্যাশ্রী
- আমরা সবুজসাথী প্রকল্প করেছি
দেখুন ভিডিও-